শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ঢাকা

মালয়েশিয়া শ্রমবাজারে হরিলুট, মূল হোতাদের ধরতে পুলিশের চিঠি

মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৪, ০৮:০৪ এএম

শেয়ার করুন:

মালয়েশিয়া শ্রমবাজারে হরিলুট, মূল হোতাদের ধরতে পুলিশের চিঠি

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় দুর্নীতি ও মানবপাচারের অভিযোগ দীর্ঘদিনের পুরোনো। গত কয়েক বছরে বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা হলেও, সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। বরং এসব অনিয়ম ও সিন্ডিকেটের সঙ্গে সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তবে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পর বাংলাদেশ পুলিশ এখন মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে অর্থপাচার, সিন্ডিকেটের মাধ্যমে অভিবাসন ব্যয় বৃদ্ধি এবং মানবপাচারের অভিযোগ তদন্ত শুরু করেছে।


বিজ্ঞাপন


এই প্রক্রিয়ার অংশ হিসেবে, বাংলাদেশ পুলিশ মালয়েশিয়া সরকারকে দুইজন শ্রমিক ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে। ইন্টারপোলের মাধ্যমে গত ২৪ অক্টোবর বাংলাদেশ পুলিশ মালয়েশিয়া পুলিশের কাছে একটি চিঠি পাঠিয়েছে, যাতে এই দুই ব্যক্তির গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের জন্য অনুরোধ করা হয়। মালয়েশিয়ার মালায় মেইল পত্রিকা ৫ নভেম্বর এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

চিঠিতে অভিযুক্ত হিসেবে আমিনুল ইসলাম ও রুহুল আমিনের নাম উল্লেখ করা হয়েছে। তারা একটি ব্যবস্থা পরিচালনা করেছেন, যেখানে শ্রমিকদের কাছ থেকে জালিয়াতি করে অর্থ আদায় করা হয়েছে এবং তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে।

এদিকে, ২০২২ সালের আগস্টে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানোর জন্য সরকার নির্ধারিত জনপ্রতি খরচ ছিল ৭৯ হাজার টাকা, কিন্তু গড়ে এক জন শ্রমিককে প্রায় ৫ লাখ ৪৪ হাজার টাকা খরচ করতে হয়েছে। ফলে, গত দেড় বছরে ৪.৫ লাখেরও বেশি শ্রমিক পাঠিয়ে ২৪ হাজার কোটি টাকার একটি বিশাল বাণিজ্য হয়েছে। এর মধ্যে ২০ হাজার কোটি টাকা অতিরিক্ত ফি হিসেবে আদায় হয়েছে, যা সরকার নির্ধারিত খরচের থেকে অনেক বেশি। এই অতিরিক্ত ফি’র মধ্যে প্রায় দেড় লাখ টাকা করে ‘চক্র ফি’ হিসেবে নেওয়া হয়েছে, যার মোট পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ৬ হাজার কোটি টাকা। অভিযোগ উঠেছে— কিছু এজেন্সি মালিক এই অর্থ সিন্ডিকেট করে হাতিয়ে নিয়েছেন, এবং সাবেক সরকারের একাধিক মন্ত্রী ও এমপি এই অপকর্মে জড়িত ছিলেন।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর