বারবার ভুল করেছি আমরা,
প্রলোভনের ফাঁদে পা দিয়ে—
মিছিলে, স্লোগানে গলা মিলিয়ে,
অন্ধকারে হাত ধরেছি যারা,
তারা দিয়েছে ছলনার ছায়া,
দিয়েছে শুধু মিথ্যার ফাঁকা প্রতিশ্রুতি।
তবু এখন, সময়ের তরে দাঁড়িয়ে,
চোখের পলক খুলে দেখি,
দুর্নীতির চক্রের ভেতরে
একটা নাম, একটা আলো যেন
বিশ্বাসের মতো জ্বলে ওঠে ধীরে ধীরে।
বিজ্ঞাপন
ড. ইউনুস—
তোমার নামে দাগ দেওয়া হয়েছে,
তোমার পথ থামানোর চেষ্টা হয়েছে বারবার,
তবু কেন যেন মনে হয়,
তুমি আছো অন্যরকম,
তুমি আছো সৎ এক বিশ্বাসের প্রতীক হয়ে।
তোমার কাজ, তোমার ভাষা—
আমাদের শিখিয়েছে দাঁড়াতে,
সৎ পথ খুঁজতে,
মাটির মানুষের সাথেও যে একটা জায়গা আছে,
সেখানে আছে মানবতার ছায়া।
এবার হয়তো আমরা ভুল করব না,
এবার হয়তো বুঝবো,
কোন পথে সত্যি আলো,
কোন পথে মিথ্যা অন্ধকার।
তোমার নামে যে বিশ্বাস গড়ে উঠেছে,
হয়তো সে বিশ্বাসই বাঁচাবে আমাদের।
ভুল করেছি আমরা বহুবার,
তবু এবার,
তোমার পথে যাত্রা—
হয়তো সঠিক,
হয়তো এবার আমরা সত্যিই দাঁড়াতে পারব।
বিজ্ঞাপন
শুনেছি তাঁকেই প্রথম—
যিনি বলেছিলেন বেকারত্বের গ্লানি ভাঙবো,
গড়বো এক নতুন বাংলাদেশ।
পুরোনো পঁচা ধূলি-মলিন দেশটাকে
তরতাজা করে তুলব,
জাগ্রত করব সজীবতার আলোয়।
দুর্নীতিকে চিরতরে কবর দেব,
এই প্রতিশ্রুতির শব্দগুলো আজও কানে বাজে।
কতবার শুনেছি মিথ্যে আশ্বাস,
কতবার ছলনামাখা কণ্ঠে ভেসেছি বিভ্রান্তির পথে,
তবু এবার কেন জানি মনে হয়,
তার কথাগুলো অন্যরকম।
বেকার চোখে আগুন জ্বালানোর স্বপ্ন,
সেই দৃষ্টি দিয়েই তাকে বিশ্বাস করতে শিখেছি।
এই মাটি, এই মানুষ—
যাদের হৃদয়ে চাপা কষ্ট,
তাদের হাতে তুলে দিতেন নতুন ভোরের প্রতিশ্রুতি।
তার কণ্ঠে শুনেছি,
দুর্নীতির শেকড় ভেঙে ফেলার ভাষা,
শুনেছি ঐক্য, সততা আর ন্যায়ের শপথ।
যেখানে চুরি, ছলনা হবে পুরোনো বইয়ের গল্প,
আর নতুন বাংলাদেশের নাম হবে স্বাধীনতার সঠিক মর্ম।
এমন কথায় কেন যেন মন ছুঁয়েছে,
বিশ্বাসের সূর্যটা মাথার ওপর উঠেছে।
সেই তো প্রথম বললেন,
শুধু উন্নয়ন নয়—
মানুষের মর্যাদা, মানুষের অধিকার,
তাও গড়তে হবে।
যে বাংলাদেশ হবে আমাদের,
শোষণহীন, দুর্নীতিমুক্ত—
সেই স্বপ্নটাই দেখিয়েছেন তিনি।
আমরা যারা ভাঙা ভরসায় জেগে উঠেছি বারবার,
তার কাছে খুঁজে পেয়েছি একটুকরো সত্যের আশ্রয়।
আজ এই সব কথা শুনে,
আমারও বিশ্বাসটা বাড়ছে।
শুধু পরিবর্তন নয়—
একটা নতুন ইতিহাস,
একটা নতুন সূচনা,
তার হাত ধরেই হয়তো আসবে।
তাইতো, আজও যখন শুনি
তার সেই প্রত্যয়ী কণ্ঠ,
আমারও মনে হয়—
এইবার হয়তো ঠিক পথেই আছি,
এইবার সত্যিই বাংলাদেশ নতুন তরতাজা হবে।
এইবার সত্যিই জাগবে সারা দেশ,
আস্থার আলোয় হবে নতুন বাংলাদেশ।
রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন, [email protected]