বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

ইতিহাসের চোখে সবাই সমান

রহমান মৃধা
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৪, ০৪:৩৪ পিএম

শেয়ার করুন:

ইতিহাসের চোখে সবাই সমান

আমার নাম ইতিহাস, আমি বারবার ফিরে আসি,
প্রবাহমান সময়ের নদী, কখনো থেমে থাকি না আমি।
মানুষ হয়ে জন্মেছো তুমি, কর্মে রাখো আলো,
ভুলে যেও না, অতীতের পাতায় লেখা শতাব্দীর ভালো-মন্দের পালো।

ন্যায়-অন্যায়ের যুদ্ধে তোমার হবে বিচার,
ইতিহাস তোমাকে ছাড়বে না, করবে প্রশ্ন আচার।
যারা ভুলে যায় অতীতের শিক্ষা, তারা পড়ে ধ্বংসের পথে,
ইতিহাসের ধারায় ধরা পড়ে যায় সময়ের হাতকড়াতে।


বিজ্ঞাপন


দুর্নীতি, জুলুম, অন্যায়ের পথ, এরা সব সাময়িক,
ইতিহাসের চোখে সবাই সমান, নেই কারো ক্ষমার অঙ্গীক।
প্রতিটি পদক্ষেপেই তুমি গড়ো ভবিষ্যতের ফসল,
ইতিহাসের পাতায় লেখা হবে তুমি কেমন করেছিলে অঙ্গিকার পোক্ত।

ইতিহাস শুধু পুরনো কাহিনি নয়, সে তো ভবিষ্যতের দিশারি,
তার পাঁকে লুকিয়ে আছে মানবতার জয়গাথা, আর শিক্ষা যা নিত্য-আধারি।
তোমার কর্ম আজই গড়বে আগামীকাল,
ইতিহাসের পাতা তোমার নাম রাখবে আলো বা কালো রংয়ে জড়ালে।

ভুলে যেও না তুমি সেই মহান মনীষীদের কথা,
যারা লিখেছিল নতুন পথ, বদলে দিয়েছিল মানবতার মথা।
তাদের পদাঙ্ক অনুসরণে গড়ো তোমার কর্ম,
ইতিহাস তোমাকে বাঁচাবে, করবে সঠিক পথে সন্ন্যাসের ধর্ম।

তুমি আজ যা করো, আগামীকাল তা হবে দৃষ্টান্ত,
ইতিহাসের বিচার, সময়ের সাক্ষী, সে তো অম্লান এক সমান্ত।
তুমি যা রচনা করো, তা হবে জাতির জন্য শিক্ষা,
আমি ইতিহাস তোমাকে ভুলব না, আমি করব তোমার কর্মের প্রশিক্ষা।


বিজ্ঞাপন


রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন। [email protected]

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর