সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

আমি ভুলিনি

রহমান মৃধা
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৪, ০৫:১৮ পিএম

শেয়ার করুন:

আমি ভুলিনি

তোমরা গায়ের মাটির গন্ধ ভুলে যাও রে, 
তোমরা নদীর কোলের স্রোত ভুলে যাও রে, 
গাছের পাতার ছায়া আর গ্রামগঞ্জের পথ, 
তোমরা ভুলে যাও রে, সবই ভুলে যাও রে। 
মাটির গন্ধে মন কাঁদে, 
স্রোতের সুরে হৃদয় মিশে যায়, 
একদিন আমি গ্রামীণ ছিলাম রে, 
একদিন আমি বাংলাদেশি ছিলাম রে। 

তোমরা বাংলার ভাষা ভুলে যাও রে, 
তোমরা গ্রামের কথা ভুলে যাও রে, 
ইংরেজি আর ফ্রেঞ্চ বলো রে, 
তোমরা আধুনিকতার সুরে চলো রে। 
বাংলার কথায় মায়া জড়ায়, 
মনে পড়ে হারানো দিনের কথা, 
একদিন আমি গ্রামীণ ছিলাম রে, 
একদিন আমি বাংলাদেশি ছিলাম রে। 


বিজ্ঞাপন


তোমরা বটগাছের ছায়া ভুলে যাও রে, 
তোমরা কাশফুলের দোলা ভুলে যাও রে, 
কংক্রিটের জঙ্গলে বাঁচো রে, 
তোমরা মাটির সুর ভুলে যাও রে। 
বটের ছায়ায় শান্তি পাই, 
কাশফুলের দোলায় মন হারায়, 
একদিন আমি গ্রামীণ ছিলাম রে, 
একদিন আমি বাংলাদেশি ছিলাম রে। 

তোমরা লাল-সবুজের পতাকা ভুলে যাও রে,
তোমরা মায়ের মাটি ভুলে যাও রে,
তোমরা বিদেশি রং ধরো রে,
তোমরা আত্মার শিকড় ভুলে যাও রে।
লাল-সবুজে রক্ত ঝরে,
মায়ের আঁচলে শান্তি পাই,
একদিন আমি বাংলাদেশি ছিলাম রে,
একদিন আমি বাংলাদেশি ছিলাম রে।

রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন। [email protected]

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর