বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

সোনার বাংলার নতুন স্বপ্ন

রহমান মৃধা
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৪, ০৭:৩৪ পিএম

শেয়ার করুন:

সোনার বাংলার নতুন স্বপ্ন

কাপুরুষ রাজনীতির ব্যর্থতায়,
সৌরাচারের শাসন তারা সরাতে পারেনি,
ক্ষমতার মোহে পথ হারিয়ে,
নিরীহের রক্তে ভিজেছিল ধরা এই।

তবে শিক্ষার্থীরা হাল ছাড়েনি,
দৃঢ় প্রতিজ্ঞায় জেগেছে তারা,
নতুন আলোয় উদ্ভাসিত করেছে দেশ,
সাহসের গানে বুনেছে তারা সুর।


বিজ্ঞাপন


যারা পারেনি মাথা নত করতে,
শাসকের রোষে, কাপুরুষের মতো,
তারা গড়েছে নতুন দিনের স্বপ্ন,
সোনার বাংলা প্রতিষ্ঠার তরে।

ধ্বংস হবে দুর্নীতির শেকড়,
মুছে যাবে সব কালো ছায়া,
যুগে যা হয়নি, তা দেখাবে আজ,
তাদের জয় কেউ রুখতে পারবে না।

নতুন প্রজন্মের হাতে শক্তি,
আলোয় শুরু হলো যাত্রা,
তারা গড়বে দুর্নীতিমুক্ত দেশ,
সাহসে অটুট, অবিচল তারা।

ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলবে,
গড়ব আমরা এক নতুন বাংলাদেশ,
যেখানে অন্যায় হবে নিস্তেজ,
সবাই থাকবে শান্তির অঙ্গনে।


বিজ্ঞাপন


শিক্ষার্থীদের শক্তিতে উঠেছে দেশ,
শৃঙ্খল ভেঙে এগিয়েছে সাহসের পথে,
কাপুরুষদের ছলনা টুটেছে আজ,
মুক্তির পথে ধেয়ে এসেছে প্রজন্ম।

ঢেও উঠেছে তরুণদের,
আমি আছি তাদের সাথে,
তাদের হাত ধরেই গড়ব আমরা,
স্বাধীন সোনার বাংলাদেশ।

রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন। [email protected]

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর