শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

স্বপ্নের সোনার বাংলা

রহমান মৃধা
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৪, ০৮:০৭ পিএম

শেয়ার করুন:

স্বপ্নের সোনার বাংলা

শিশিরভেজা ভোরে আমি
তোমাকে দেখেছি।
রক্তেভেজা একাত্তর
আমি দেখেছি।
সারা রাত বৃষ্টিতে ভিজে
নির্বাক—আর্তনাদের চিৎকার শুনেছি।
বিষণ্ন মনে বিম্মিত হয়েছি।

একাত্তরের যুদ্ধে আমি
ছিলাম তোমার সাথে,
ট্রেনিং ছাড়া অস্ত্র নিয়ে
করেছি মোরা যুদ্ধ,
মুক্ত তোমায় করতে পেরে
হয়েছিলাম মুগ্ধ।


বিজ্ঞাপন


আমার স্বপ্ন তুমি,
আমার জন্মভূমি,
তুমি আজ নেতৃত্বের অভাবে পথভ্রষ্ট।
কেমন করে হলে তুমি
আজ দুর্নীতির কাছে পুষ্ট?
ভাবতে আমার অবাক লাগে,
সবাই যখন স্তব্ধ,
তবু তোমাকে স্বাধীন করতে
বিন্দুমাত্র কৃপণতা করিনি।

মানুষের নির্মমতা দেখে
আমি পাথর হতে পারিনি,
আমি জেগে উঠেছি।
কে তোমায় বাঁচাবে,
কে তোমায় সাজাবে?
নতুন করে বাসবে ভালো,
সোনার বাংলায় আসবে আলো।

আমি তুমি সবাই মিলে
দেশটিকে আজ ধরব তুলে।
মাথায় মুকুট পরে মোরা
দেশটা করব স্বর্গ,
থাকব মোরা মিলেমিশে
গড়ব মোদের দেশ।
সোনার বাংলা গড়ব মোরা,
লাগবে ভালো বেশ।

রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন। [email protected]

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর