ইতালি আওয়ামী লীগের সভাপতি, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও শরীয়তপুরের জাজিরা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।
গতকাল শনিবার ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালের সভাপতিত্বে ও সহ-সভাপতি হাদীউল ইসলাম হাদির পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি হাবীব চৌধুরী।
বিজ্ঞাপন
সংবর্ধনা অনুষ্ঠানে ইদ্রিস ফরাজী ইতালি আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আজকের সকল অর্জন ও সম্মান সবকিছুই আপনাদের জন্য।
তিনি আরও বলেন, যোগ্য নেতৃত্বের মাধ্যমে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে ইতালি আওয়ামী লীগকে আরও শক্তিশালী করবেন এবং প্রবাস থেকে বঙ্গবন্ধুর স্বপ্ন ও শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবেন।
এ সময় ইতালি আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ইতালি আওয়ামী লীগকে শক্তিশালী করে দেশেও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে প্রবাসীদের মুখ উজ্জ্বল করেছেন ইদ্রিস ফরাজী।
বিজ্ঞাপন
সভাশেষে উপস্থিত নেতৃবৃন্দ ইদ্রিস ফরাজীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রতিনিধি/এমআর

