বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

জীবনে সার্থকতার মন্ত্র

রহমান মৃধা
প্রকাশিত: ২৫ জুন ২০২৪, ০৮:৩৫ পিএম

শেয়ার করুন:

জীবনে সার্থকতার মন্ত্র

শিক্ষা, ক্ষমতা, অর্থ— মানব জীবনের তিন স্তম্ভ মহীয়ান, 
সুন্দর এবং সুস্থভাবে বেঁচে থাকার অমোঘ প্রমাণ। 
শিক্ষা আলো, খুলে দেয় জ্ঞানের উন্মুক্ত দ্বার, 
ক্ষমতা দেবে সাহস, ঝড়েও থাকে অটুট অধিকার।

অর্থের কদর, তার কোনো তুলনা নেই, 
সুখের পরশে যাপন করে, যন্ত্রণা ভুলিয়ে দেই। 
তবু সেরা জীবন সেই, যেথা মেলে স্বস্তি, 
নদীর মত শান্তি, পাখির সুরে ভরে প্রকৃতি।


বিজ্ঞাপন


শিক্ষার রূপে মনের জানালা খুলে যায়, 
ক্ষমতার মহিমায় স্বপ্ন পূরণ হয়। 
অর্থে সজ্জিত থাকে সংসার, 
এই তিনেতে গড়া জীবনের প্রকৃত আদর্শ সঞ্চার।

তাই, বন্ধু, করো না হেলাফেলা, 
শিক্ষা, ক্ষমতা, অর্থে সাজাও মনের বেলা। 
তবেই পাবে জীবন সার্থকতা, 
সুস্থ, সুন্দর, স্বপ্নে পূর্ণ হবে বেঁচে থাকার কাহিনীটা।

এই তিনে মিলবে জীবন পূর্ণতা, 
তবে মনে রেখো, ভালোবাসা আর মানবতা। 
তাহলেই হবে মনোমুগ্ধকর জীবন, 
সত্যিই মুগ্ধ হবে সবাই, পাবে শান্তির স্বর্গরাজ্য বিনা দ্বিধায়।

কিন্তু কে সুখি পৃথিবীতে, কে দুখি জানো? 
যে কিছু করিল না, অন্যের জন্য কোনো। 
জীবন দিতে হবে না, তবে একটু সহানুভূতি, 
দিতে পারো যদি, তবেই পূর্ণ হয় মানবতা, শান্তি।


বিজ্ঞাপন


সুখি সেই, যে অন্যের হাসিতে হাসে, 
দুখি সেই, যার হৃদয়ে করুণার আভাসে। 
একটু সহানুভূতি, একটু ভালোবাসা, 
মানব জীবনে বয়ে আনে অনন্ত আশা।

অন্যের কষ্টে যার হৃদয় কাঁদে, 
সেই তো প্রকৃত সুখি, তার জীবন মধুর স্রোতে বাঁধে। 
নিজের সুখ নয়, অন্যের মুখে হাসি ফুটানো, 
এটাই জীবনের সার্থকতা, তবেই হবে জীবন জয়ের গাঁথা।

তুমি যদি পারো দাও মনের একটু জায়গা, 
অন্যের দুঃখে দিও সান্ত্বনা, দিও ভরসার মায়া। 
তাহলেই হবে পৃথিবী সুখি, হবে শান্তি পূর্ণ, 
সহানুভূতি আর ভালোবাসায়, জীবন হবে সুন্দর, অনুরণন।

রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন। [email protected]

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর