যদি দেখে লাগে ভালো,
কিছু বলে যাও,
মনের আকাশ জুড়ে
স্বপ্ন ভেসে যাও।
যদি ভালোবাস মোরে,
দিলটা দিও খুলে,
প্রেমের সুধায় ভরবে,
জীবন হবে ফুলে।
বিজ্ঞাপন
তোমার চোখের তারায়,
স্বপ্ন খুঁজে পাই,
তোমার মিষ্টি হাসিতে,
হৃদয় নাচে তাই।
প্রেমের গানের ছন্দে,
হৃদয় গুঞ্জরিত,
তুমি যদি বলো ‘কবুল’,
জীবন হবে স্মরণীয়।
তোমার কোমল ছোঁয়ায়,
মুছে যাবে সব যন্ত্রণা,
তুমি আছো মোর পাশে,
প্রেমের সুরে বাঁধা।
তোমার ভালোবাসার ভাষায়,
আমার দিন হয় রাঙা,
তোমার স্পর্শে মধুময়,
জীবন সোনালী ভাগা।
বিজ্ঞাপন
তুমি মোর জীবনের আলো,
তুমি মোর প্রাণ,
তোমায় নিয়ে কাটবে,
সব দিনের যাপন।
তোমার নামের জপমালা,
গাঁথি হৃদয়ের কাব্যে,
তুমি বলো ‘কবুল’ প্রিয়,
থাকবো চিরদিন ভালোবাসার গ্রন্থে।
রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন, [email protected]