কুয়োর জলে নেমেছিল দুই সত্তা—
একজন সত্য, অন্যজন মিথ্যা।
মিথ্যা বলল, "গোসল করি একসাথে,
এই জল খুব পরিষ্কার, স্বচ্ছ ও বিশুদ্ধ।"
প্রথমে বিশ্বাস করল না সত্য,
তবু নিজে দেখে করল প্রমাণ,
পোশাক খুলে নেমে পড়ল তারা,
জলে মিলে গেল দুই প্রাণ।
বিজ্ঞাপন
গোসলের মাঝপথে মিথ্যা উঠল,
সত্যের পোশাক পরে পালালো দ্রুত।
সত্য উঠল পরে, খুঁজতে মিথ্যাকে,
পোশাকহীন, ছিল না কোন রুদ্র।
নগ্ন সত্য দেখে ছিছি করল সবাই,
রাগে, দুঃখে, অপমানে ছটফট।
মিথ্যার পোশাকে ঢেকে গেল সমাজ,
সত্য ফিরে গেল কুয়োর গহবরে।
সত্যকে আর দেখা যায় না কখনো,
মিথ্যারই পোশাক পরেছে সবাই।
আমাদের চারপাশে ঘুরছে তারা,
আসল চেহারা লুকিয়ে রাখে ভাই।
মিথ্যার মুখোশ পরে জীবনে বাসা বেঁধেছে,
কীভাবে চিনব মোরা প্রকৃত সত্যকে?
আমাদের দায়িত্ব তাদের চেনা,
সত্যের প্রতি রাখতে হবে সম্মান।
বিজ্ঞাপন
মিথ্যাকে দূরে সরিয়ে রেখে,
সত্যের আলোয় হবে সমাজের বিকাশ।
তাহলেই মিথ্যার ছদ্মবেশ ভাঙবে,
সত্য আসবে ফিরে আলোর সামনে।
রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন, [email protected]