কানাডার টরেন্টোর বাংলাদেশ সেন্টারে শুরু হয়েছে সাত দিনব্যাপী নাট্য কর্মশালা। আগামী ১৫ জুন কর্মশালাটি শেষ হবে।
টরন্টো থিয়েটার ফোক্সের ইমামুল হকের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হয় কর্মশালা। তিনি বলেন, টরন্টোতে নিয়মিত নাট্ক প্রদর্শনী শুরুর লক্ষ্যে নাট্যকর্মীর সংখ্যা বাড়ানো জরুরি। আর এ লক্ষ্যেকে সামনে রেখেই এই কর্মশালার আয়োজন। প্রায় ২০ জন সংস্কৃতি ও নাট্যকর্মী কর্মশালায় অংশ নিচ্ছেন।
বিজ্ঞাপন
কর্মশালাতে থাকছে অভিনয়, মঞ্চ পরিকল্পনা, আলোক পরিকল্পনা, আবহ সংগীত, রূপসজ্জা ও মঞ্চ ব্যবস্থাপনা। একটি নাটক সুষ্ঠু ও সঠিকভাবে মঞ্চায়নের জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হবে।
এই কর্মশালায় প্রশিক্ষক হিসাবে আছেন নাট্যজন মাহমুদুল ইসলাম সেলিম। সমন্বয়কারী হিসাবে আছেন শারমিন শরিফ শর্মী ও মাহমুদুল ইসলাম সেলিম।
কর্মশালার প্রশিক্ষক নাট্যজন মাহমুদুল ইসলাম সেলিম বলেন, টরন্টোর নানান অনুষ্ঠান রেখে বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের মূল ব্যক্তিরা এই কর্মশালায় যুক্ত হয়েছেন দেখে আমি অভিভূত। এ যেন বাংলা নাটকের প্রতি ভালোবাসারই প্রতিচ্ছবি। প্রবাসের প্রতিটি শহরে বাংলা নাটক তথা বাংলা সংস্কৃতি এগিয়ে যাবে— এটাই প্রত্যাশা।