নীল আকাশে মেঘের খেলা,
স্বপ্ন জুড়ে রঙের মেলা।
সোনালী রোদ মায়াবী হাসি,
বিলীন করে বিষণ্ণ বাসি।
পাখির গানে ভোরের আলো,
দিগন্তে মেলে স্বপ্নের পালো।
নদীর ঢেউয়ে সুরের ধারা,
মন যেন হয় সাগরের নায়া।
বিজ্ঞাপন
বাতাস বয়ে আনে বার্তা,
মনের কোণে জাগে কথা।
ফুলের গন্ধ, মিষ্টি মাধুরী,
মিলন মেলায় সুখের আধুরী।
রাতের আকাশ তারা ভরা,
নির্জন রাতে প্রেমের ধারা।
চাঁদের আলোয় স্বপ্ন গাঁথা,
মনের কোণে লুকায় কল্পনার মিঠা।
নীল আকাশের গভীর বুকে,
লুকিয়ে থাকে অজানা সুখে।
জীবনের পথে এগিয়ে চল,
প্রকৃতি যেন দেয় উৎসবের ফল।
তোমার আমার গল্পগুলি,
বয়ে যায় নীল আকাশে ঢুলি।
আলোর রঙে আঁকা স্মৃতি,
সব কিছুতেই মিষ্টি প্রীতি।
বিজ্ঞাপন
রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন। [email protected]