নিশীথে তোমার চোখের তারা
আলোর ঝিলিক দেয়,
তোমার হাসির রঙে আঁকা
আমার মনের মায়া।
নীরব নিশীথের আকাশে
তোমার স্মৃতি জাগে,
চাঁদের আলোর ছোঁয়াতে
স্বপ্নের ডানা লাগে।
বিজ্ঞাপন
হৃদয়ের গভীরে লেখা
তোমার নামটি চিরকাল,
প্রেমের গানে গাঁথা
তোমার সাথে এই মনজাল।
তোমার স্পর্শে জাগে
ভালোবাসার মধুর স্বাদ,
তোমায় পেয়ে জীবন হলো
অনন্ত সুখের বাঁধ।
এ মনের পথে তুমি
সদা থেকো সাথী,
প্রেমের আলোয় ভরে দাও
আমার ছোট্ট পৃথিবী।
কিন্তু বিধির ইশারায়
বিরহের ছায়া এলো,
স্বপ্নগুলো ভেঙে গেলো
নিঃসঙ্গ রাতের আলো।
বিজ্ঞাপন
তোমার স্পর্শের সুধা
আজ শুধুই স্মৃতির ফ্রেম,
তোমায় ছাড়া একলা পথে
বিরহের সুরে ভাঙে মোর প্রেম।
নিশীথের সেই তারাগুলো
আজও তোমার কথা বলে,
তোমায় পেয়ে হারানোর ব্যথা
মনে কেবল হাহাকার তোলে।
রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন। [email protected]