বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

কী পেলাম?

রহমান মৃধা
প্রকাশিত: ০২ জুন ২০২৪, ০৮:১৭ পিএম

শেয়ার করুন:

কী পেলাম?

কোন দেশে ভোরের আলো,
কোন দেশে সন্ধ্যা,
কোথায় খুঁজে পাই আমি
স্বপ্নের মন্দ্রা।

ভূ-রাজনীতির টানাপোড়েন,
সংঘাতের ধ্বনি,
কেন এত সংঘর্ষ,
কেন এত গনি?


বিজ্ঞাপন


সীমান্তের এপারে কাঁটাতার,
ওপারে কান্না,
প্রকৃতির এই রূপে
কেন নেই সান্ত্বনা?

সংঘর্ষে ভাঙে হৃদয়,
স্বপ্ন হয় চূর্ণ,
কে দেবে উত্তর তার
কেমন এই সূর্য?

অর্থের খেলায় হারিয়ে যায়,
মানবতার গান,
তবুও খুঁজি শান্তির পথ,
হৃদয়ে অবিরাম।

কী পেলাম এই টানাপোড়েনে,
কোনটা সুখ, কোনটা দুখ?
মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি,
জীবনে কেন আসে এত দুখ?


বিজ্ঞাপন


তবুও আশার আলো খুঁজি,
খুঁজি ভালোবাসা,
একদিন হয়তো মিলবে মোদের,
শান্তির প্রতীক্ষা।

ততদিন চলবে এই পথ,
সংঘাতের পথে,
তবুও খুঁজিব মানবতা,
প্রকৃতির মধুর মোহে।

এত কিছুর পরে আমি
যা কিছু পেয়েছি জীবনে,
কৃতজ্ঞ হয়ে আমি স্মরণ করি।
আসুক না সন্ধ্যা, ঘণ কালো মেঘ,
অটুট থাকিব আমি বিবেকের কাছে,
কেহ মোরে পারিবে না ভুল পথে নিতে।

রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন, [email protected]

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর