যুদ্ধ, এক শূন্য দিগন্তের ফাঁদ,
রক্তে রঞ্জিত মাটির কান্না,
শান্তির মিছিল থামে যেখানে,
সেখানে কেবল মৃত্যুর গান।
যুদ্ধ, তুমি কি দিতে পারো কিছু?
তোমার প্রাপ্য শুধুই ধ্বংস,
স্বপ্ন ভেঙে যায় মুহূর্তে সব,
চোখে আসে কেবল বিষাদের ঝড়।
বিজ্ঞাপন
শিশুদের হাসি, মায়ের মমতা,
সবই ম্লান হয় যুদ্ধের পথে,
কত হৃদয় হারায় তাদের প্রিয়জন,
যুদ্ধের অভিশাপে পৃথিবী লুটায়।
বন্ধ করো, এই নিষ্ঠুর খেলা,
আনো শান্তির বার্তা, জীবনের আলো,
যুদ্ধের আগুনে পোড়া হোক না আর কেউ,
ভালোবাসার ফুল ফুটুক আবারও।
যে টাকা খরচ করে আমরা ধ্বংস করছি,
সেই টাকা দিয়ে গড়তে পারি সুন্দর পৃথিবী,
সবার মুখে ফুটাতে পারি হাসি,
আনতে পারি সুখ, ভালোবাসার পথ।
যুদ্ধ নয়, আনো শান্তির গান,
হোক মানবতার জয়গান,
বন্ধু হয়ে হাতে হাত ধরি,
একসাথে গড়ি নতুন এক ভোর।
বিজ্ঞাপন
যুদ্ধের নামেই কত সম্পদ নষ্ট,
কত প্রাণ হারায় নিষ্ঠুরতায়,
অস্ত্রের ঝনঝনানি থামিয়ে,
আনো শান্তির মধুর সুবাতাস।
যুদ্ধে যে ধ্বংসের সুর বেজে ওঠে,
সেই সুরে বাজে শুধু হাহাকার,
প্রেমের গানে রাঙিয়ে তুলি ধরণী,
সুখের আলো ছড়িয়ে দিই চারিধার।
আমাদের স্বপ্ন, আমাদের আশা,
যুদ্ধের পথে সবই হয় নিঃশেষ,
মানুষের মুক্তি, মানুষের কল্যাণ,
এটাই হোক আমাদের চিরন্তন উদ্দেশ্য।
যুদ্ধে যারা হারায় প্রিয়জন,
তাদের চোখে শুধু অশ্রু ঝরে,
বন্ধ হোক এই নির্মমতা,
প্রেমের জোয়ারে সব দুঃখ ভাসিয়ে দিই।
এই পৃথিবী হোক ভালোবাসার আশ্রয়,
যেখানে সবাই মিলে গড়বে সোনার দিশা,
যুদ্ধে নয়, শান্তিতে হোক বিজয়,
সবার মুখে ফুটুক সুখের হাসি।
একসাথে চলি, একসাথে হাসি,
আনন্দের স্রোতে ভাসি সবাই,
যুদ্ধের কাঁটা মুছে ফেলে,
শান্তির বীজ বুনি হৃদয়ের গভীরে।
আলো জ্বালো, মুক্তির প্রদীপ,
যুদ্ধের আঁধারে হোক শেষ,
নতুন দিন আসুক সবার জন্য,
শান্তির বর্ণমালায় লিখি জীবনের পাঠ।
রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন। [email protected]