রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

১৮তম টরন্টো বাংলা বইমেলা শুরু জুন ১

লায়লা নুসরাত, কানাডা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ মে ২০২৪, ০৫:১২ পিএম

শেয়ার করুন:

১৮তম টরন্টো বাংলা বইমেলা শুরু জুন ১

কানাডার টরন্টোতে ‘১৮তম টরন্টো বাংলা বইমেলা’ শুরু হবে আগামী ১ জুন। ‘অন্যমেলা’ আয়োজিত দুদিনব্যাপী এই বইমেলা সম্পর্কে জানাতে টরন্টোর ধানসিঁড়ি রেস্টুরেন্টে শুক্রবার এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বইমেলা সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন বইমেলার আহবায়ক শেখ সাদী আহমেদ, আসমা আহমেদ, জসিম মল্লিক, সাঈদা বারী, জামানা হাসিনা ও রিঙ্কি আহমেদ।


বিজ্ঞাপন


সাদী আহমেদ জানান, এবারের বইমেলায় প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। বাংলাদেশ থেকে লেখক, প্রকাশক, কবি, সাহিত্যক, সংগীত শিল্পী, আবৃত্তিকার, সংস্কৃতি কর্মীদের অংশগ্রহণে বইমেলা বাঙালিদের মিলনমেলায় পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আসমা আহমেদ বলেন, এবারের বইমেলায় অনেক নতুন সংযোজন রয়েছে যা বইমেলাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি কানাডায় বসবাসরত সকল বাংলাদেশিকে মেলায় অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

এবারের মেলায় সংবাদিকদের জন্য একটি বুথ থাকবে বলে জানান জসিম মল্লিক। সাঈদা বারী বলেন, শিশু-কিশোরদের জন্য এবারের বইমেলায় বেশকিছু আয়োজন থাকছে।

অরুনা হায়দার জানান, এবারের বইমেলায় টরন্টোর বেশিরভাগ সাংস্কৃতিক সংগঠন (অন্যস্বর, আপন উচ্চারণ, কণ্ঠচিত্রণ), ২টি বিশ্ববিদ্যালয়, শিশুদের সংগঠন (খেলাঘর কানাডা, দিদিমনির আসর) ও সুকন্যা নৃত্যাঙ্গন অংশ নেবে। এছাড়া আবৃত্তিকার বেলায়েত হোসেন, জিন্নাহ চৌধুরী, শেখর গোমেজ প্রমুখ এবং সংগীতে রনি দত্ত, লিলি ইসলাম, শহীদ খন্দকার টুকু, ফারহানা শান্তা, নাহিদ কবির, মেহজাবিন ওসমান, নিঝুম প্রশান্তি প্রমুখ মেলায় অংশ নেবেন।


বিজ্ঞাপন


সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক সাওগাত আলি সাগর (নতুন দেশ), সঞ্জয় চাকী (ক্লাইমেট টিভি), তাপস কর্মকার (খবরের কাগজ), দীন ইসলাম (প্রবাসী টিভি), ইব্রাহিম (আর টিভি), সাংবাদিক মোশাররফ হোসেন এবং প্রিন্ট মিডিয়ার ও ইলেট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর