বন্ধু তুমি কেমন আছো?
বহু দিন পরে দেখা হয়েছিল।
তাই বারে বারে মনে পড়ে যায়,
সে দেখা যেন শেষ দেখা না হয়।
তোমার বিষণ্ণতা থামিয়ে দিয়েছে
জীবন চলার গতিকে,
থামিয়ে দিয়েছে জীবনের সেই
সুদর্শন বীরের শক্তিকে।
বিজ্ঞাপন
সত্যের পথে মিথ্যা ঢুকে
করেছে সব ম্যাসাকার,
তোমার বুকের দাহ তোমাকে
পুড়িয়ে করেছে একাকার।
মসজিদ মন্দির কাবা শরিফে
করছো এখন দৌড়াদৌড়ি,
ভেবেছো তুমি রেহাই পাবে
জুলুমের ওই হাত থেকে?
হবে না সেটা সম্ভব কখনও
প্রতিবাদ তুমি না করিলে।
ধর্মকে তুমি হাতিয়ার করে
ভেবেছো পাবে শান্তি?
ধর্ম সে তো অন্য জিনিস
বিধাতার কাছে অনুগত্ব,
কেন তুমি তাকে মিছে বারে বারে
করছো শুধু বিরক্ত?
যদি মনে কর হয়েছো তুমি
সত্যিই পথভ্রুষ্ট?
সোজা পথে চল ভালো কাজ কর
নিজকে কর সন্তুষ্ট।
বিজ্ঞাপন
মিছেমিছি শুধু ভন্ডামি
আর লোক দেখানোর ছলে,
সেজেছো তুমি ভালো মানুষ
সকলে এ কথা বলে।
ভেবেছো কখনও হে?
বিধাতা মোদের দেখিতেছে সব
কী হবে এসব করে?
জুলুমের সাথে হাত মিলিয়ে
চলিতে যদি না চাও,
দেরি না করে প্রতিবাদ কর
দেখবে তুমি আছো ভালো।
মনে প্রাণে তুমি সেটাই চাইছো।
কী দরকার করা প্রতারণা
নিজের মনের সাথে?
সময় যখন আছে কিছুক্ষণ
কর মিতালী আত্মার সাথে,
দেখিবে জীবন কাটিয়ে ভালো।
আবার আমি দেখিব তোমারে
আছো তুমি খুব সুখে,
মনটা আমার ভরিবে তখন
দেখিলে তোমায় নতুন করে।
রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন। [email protected]