এসো বিদেশিনী
তোমার ভালেবাসা যদি পাই,
যা কিছু আছে মোর সব দিব তোমায়।
তোমার চোখের কোমল আলোয়,
মিলে যেতে চাই তোমার অঙ্গে।
বুকের মধ্যে নিয়ে সব সুরের ছায়া,
প্রেমের সমুদ্রে ডুবে যেতে চাই তোমার সঙ্গে।
এসো বিদেশিনী
তোমায় আমি সব দিতে চাই,
যদি তোমার মনের রাজপথ কাছে পাই।
তোমার সাথে প্রেমের পথে,
অপেক্ষার মাঝে আমি হারিয়ে যেতে চাই,
সারাজীবন তোমার হৃদয়ের মাঝে।
বিজ্ঞাপন
এসো বিদেশিনী
এসো এই বসন্তের দিনে,
প্রেমের রঙে রঙিন সময় কাটাতে।
ফুলের মধ্যে প্রেমের গল্প বলতে,
চলো মোর সাথে হারানো সময়ের পথে।
এসো প্রজাপতির আলোর রঙে,
আমরা হারিয়ে যাই দুজনে।
যেখানে প্রেমের সুর বাজবে মিলনে,
ঘুচবে মনের মধ্যের সন্দেহগুলো,
হৃদয়ের আঙ্গিনায় জমবে ভালোবাসা।
এসো বিদেশিনী
এসো মোর সাথে,
তোমার সঙ্গে মেঘের মতো ভেসে যাব,
প্রেমের আকাশে উড়ে যাব এক সাথে।
আমার হৃদয় জ্বলে তোমার জন্য,
তোমায় দেখলে হই আমি ধন্য।
এসো বিদেশিনী,
এই বসন্তের প্রেমে আমার সঙ্গে সময় কাটাতে।
প্রেম ও সুন্দরের মধ্যে এসো সময় বিতান করি,
বসন্তের সুরে সুর মিলিয়ে চল,
নতুন পথে প্রেমের গান গাই।
এসো বিদেশিনী,
এক সাথে মোরা প্রেমের পথে চলি,
আশা করি তুমি আসবে,
বসন্তের দিনে তোমার সাথে প্রেমের গান গাইব।
সবুজ প্রকৃতির মধ্যে তোমার সুন্দর ছবি দেখব।
বিজ্ঞাপন
এসো বিদেশিনী,
তোমার জন্য এই বসন্তের প্রেমে আমি অপেক্ষা করব।
একগুচ্ছ ডেফোডিল ফুলের তোড়া হাতে নিয়ে,
ভালোবাসি তোমায় বলব।
রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন। [email protected]