কে যেন আমায় ডাকে বারে বারে,
মায়া ভরা রাতে।
মনের মাঝে রাতের গভীরে
আমি জোছনায় জাগিছি নিশি,
সাথী হয়ে থাকতে সাথে।
ভালোবাসা এক পরশ নদীর মতো,
ভালোবাসা তুমি হারিও না,
প্রবল নদীর স্রোতের মাঝে
হারিয়ে যেও না তুমি।
বিজ্ঞাপন
ভালোবাসা যেন হারিয়ে না যায়
প্রবল নদীর ঢেওয়ে
অবাক হৃদয়ে চলে এসো তুমি
হারিও না ঢেওয়ের মাঝে।
ঘুম থেকে উঠিলে পরে,
মরিচিকা হয়ে যায়
যাকে নিয়ে স্বপ্ন দেখি সারা রাতে,
সে যেন হারিয়ে না যায় স্বপ্নের মাঝে।
স্বপ্নের সীমানা ছোঁয়ার জন্য,
অদেখা দিকে যাওয়া জীবনের খোঁজে,
জীবনের উদ্দিপনা খুঁজি পাই আমি।
অবিচ্ছেদ্য স্বপ্নের বাঁধা ছিল,
অজানা পথে জীবন খুঁজলাম।
স্বপ্নের সীমানা অতিক্রম করতে,
জীবনের অজানা পথে ভ্রমণ করলাম,
বিজ্ঞাপন
প্রত্যেকের চেয়ে নিত্য তুমি,
হৃদয়ের মাঝে অজানা পথে
যে কুঠির আমি গড়ি।
তোমাকে নিয়ে আজীবন যেন
বসত করতে পারি।
রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন। [email protected]