রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সংগীতশিল্পী নুরুল আলম লাল আর নেই

লায়লা নুসরাত, কানাডা থেকে
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৪, ০২:০৫ পিএম

শেয়ার করুন:

সংগীতশিল্পী নুরুল আলম লাল আর নেই

আশির দশকের খ্যাতনামা সঙ্গীতশিল্পী, মুক্তিযুদ্ধ চলাকালীন সুর সংগ্রামী, উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাকালীন কর্মী নুরুল আলম লাল আর নেই।

রোববার (২৮ এপ্রিল) কানাডার স্থানীয় সময় বিকেল ৪টা ২৮ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।


বিজ্ঞাপন


শিল্পী নুরুল আলম লালের জন্ম বগুড়ায়। সেখানে ওস্তাদ দেলোয়ার হোসেনের কাছে তা সংগীতের হাতেখড়ি। তৃতীয় শ্রেণির ছাত্র থাকাকালেই তিনি প্রথম মঞ্চে গান গেয়ে শ্রোতাদের মনোযোগ কেড়ে নেন। পরবর্তীতে শিবেন কুণ্ডুর কাছে গান শিখেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কানাডার টরেন্টোতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) কানাডা গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

‘পিডিআই’র সভাপতি আজফার সৈয়দ ফেরদৌস ও সাধারণ সম্পাদক মনির জামান রাজু বিবৃতিতে বলেন বাংলাদেশে ও প্রবাসে সুস্থ ধারার সংষ্কৃতি বিকাশে নুরুল আলম লালের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবেI

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ (তবলাবাদক রাজিব ও সংগীতশিল্পী তানভীর আলম সজীব) অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর