শুক্রবার, ৩ মে, ২০২৪, ঢাকা

প্রতারক তুমি ক্ষান্ত হও

রহমান মৃধা
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

প্রতারক তুমি ক্ষান্ত হও

সেদিন একজন প্রতারকের সঙ্গে কথা হলো,
প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করলো।
আমি তার সব কথা অন্ধের মতো বিশ্বাস করলাম।

প্রতারকের চেহারায় কিন্তু হাসিমুখ,
কিছু সুন্দর আশার স্বপ্নভরা বৃষ্টির ধারা।
তার কৃষ্ণচোখে আলোর ঝর্ণা,
যা প্রতিকূল,
সবাইকে আনন্দ দেয় আলোর মুখ।


বিজ্ঞাপন


কিছুদিন যেতেই জানতে পারলাম;
তার হৃদয়ভরা অবিশ্বাস,
সে মূলত বাস করে অসুস্থ প্রেমের নগরে।
ক্রুদ্ধ চেহারা তার, দুশ্চিন্তা ভরা মন,
চেহারায় ফুটে উঠছে অসত্যের ছাপ।

প্রতারণার পথে অনেক প্রাণী পড়ে,
তার ছায়ায় বেঁচে থাকা,
কখনো সহজ নয়।
কিন্তু প্রতারক অবশ্যই সফল,
একজন প্রতারক নিজেকে রক্ষা করতে,
আলোর মধ্যে এসে এই বিশ্বকে সাজিয়ে তোলে। প্রতারণা আছে,
তবে প্রতারক একা নয়,
বস্তুতে আমরা সবাই রয়েছি তার সাথে,
শক্তিশালী এক সমাজের চাপে।

প্রতারকের পরিচয় প্রতারকের চেহারা,
শক্তির আচল বিপ্র,
কিন্তু প্রতারণার মুখে অমৃতের অনুভূতির ধারা।

প্রতারণার নামে একা যে জগতে,
সবার মাঝে ভুলে থাকা অনেক গোপন চিন্তা,
প্রতারকের জয় হলে তুমি,
সবার মধ্যে হবে এক আবর্জনা।
কিন্তু বিজয়ী হলে সবাই একসাথে,
প্রেমের আলোর সন্ধানে,
এক প্রেমের বিশ্বে ভাসা,
এই মানুষের নগর।


বিজ্ঞাপন


কঠিন সময়ের মুখোমুখি তুমি,
অন্ধকারের মধ্যে আলোর ঝর্ণা নিয়ে এসে দাও মৃদু সময়ের আশা।
অবিশ্বাসের হৃদয়ে বিশ্বাসের বাতাস দাও,
নিশ্চিত করে মনের মধ্যে আলো,
সে আলোর সৃষ্টিতে মন ভরে যায়।

বিজয়ী হলে তুমি,
প্রেমের আলোতে বিশ্বের আলো মিলবে,
একটি নতুন সমাজ নিয়ে তুমি,
আসবে বাংলার মানুষের দেশে।
প্রতারক নিজেই প্রতারিত,
হারাবে তার দৃষ্টিশক্তি,
প্রতারক বাংলার এক পুরানো চরিত্র,
তাকে ধ্বংস করতেই হবে।

বিজয়ী আমি হতে এসেছি শান্তির মাঝে,
প্রেমের আলোর বিশ্বসমাজ তৈরি করতে,
যে প্রেমের নগরে রয়েছে আমাদের বাণীর প্রাণ।
বিজয়ী হলে সবাই একসাথে,
প্রেমের বাণীতে সাজাবো দেশ,
ডিজিটাল সোনার বাংলাদেশ।

রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন। [email protected]

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর