পড়ছে মনে আমার এখন
ছোটবেলার দিনগুলো।
বন্ধুবান্ধব যা আমার
গ্রামে ছিল সবগুলো।
কাদা মাটি দিয়ে
খেলাধুলো যা করেছি,
সবাইকে নিয়ে।
মা থাকত বাড়িতে অস্থির সারাক্ষণ,
ভাবছে মনে কেন দেরি করছি এতক্ষণ!
রেগে বেগে বলতেন একা
ভাত দিব না খেতে,
বুজবি তখন লাগে কেমন
খিদে লাগলে পেটে।
বিজ্ঞাপন
গোধূলি লগনে হাঁটতে পথে
তুলেছি শাপলা ফুল,
বলিব মাকে ধরো ফুলগুলো
এনেছি তোমার জন্য।
বলতে হবে বিনয়ের সাথে
হবে না দেরি ফিরতে বাড়ি,
করিব না আর ভুল।
নেও না তুমি এনেছি দেখো
কি চমৎকার ফুল।
এভাবেই মোর শিশুকালটি
কেটেছে সেই যুগে।
একি সব দেখছি এখন?
যা ছিল স্বপ্ন তখন।
জীবনের শেষটি কোথায়?
ভাগ্যে লিখা আছে যেথায়,
নীরবে যেতে হবে সেথায়।
কি হবে এতো ভেবে,
চলে যখন যেতেই হবে!
বসন্তের এই আগমনে
মৌমাছিদের গুঞ্জনে,
পড়ছে মনে অনেক কথা।
সুখ-দুঃখ-হাসি-ব্যথা,
ভালোবাসা হৃদয়ে গাথা।
বিজ্ঞাপন
দেখা যদি হয় কোনো দিন
বলব মনের কথা সেদিন।
ছোটবেলার সেই দিন
ফিরে আসবেনা আর কোনো দিন।
গোধূলির লগনে স্মৃতির মাঝে
দিনগুলো মোর যায় ভেসে।
রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন। [email protected]