মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ঢাকা

পরিবার

রহমান মৃধা
প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৬ পিএম

শেয়ার করুন:

পরিবার

মিথ্যা বলে ভালো যদি থাকতে পারো তুমি,
শুধু শুধু কেন মন খারাপ করব আমি?

বল তুমি হাসিমুখে মিষ্টি মিষ্টি কথা,
ভণ্ডামিতে পাকা তুমি দিছো মনে ব্যাথা।


বিজ্ঞাপন


পুঁথিগত বিদ্যা দিয়ে ভরছো তোমার মাথা,
শিখছো কিছু হয়না মনে রয়ে গেছো গাধা।

সত্য কথা বলার সাহস ফেলছো তুমি হারায়,
বিশ্বাস তোমায় কে করবে এখন এই ধরায়?

আমার কাছে তোমার মূল্য আগের মতো নাই,
মনের কথা তোমার কাছে লিখে গেলাম তাই।

পরিবারের সবার মাথার মুকুট হয়ে থাকতে,
হিংসা বিদ্বেষ লোভ লালোসা ছাড়তে যদি পারতে।


বিজ্ঞাপন


তোমায় নিয়ে গর্ব মোরা করেছি কম নয়,
ঘৃণা কেন জন্ম নিলো বলতে পারো ভাই?

দুর্নীতি আর অনীতি আজ হইছে তোমার বন্ধু,
দিলে তুমি মারছো তালা সন্দেহ নাই বিন্দু।

কাড়ি কাড়ি টাকা তোমার আছে সত্যি ভাই,
মনটা তোমার বড়ই গরীব দুঃখের সীমা নাই।

সারা জীবন ভালো কাজ যা করেছো তুমি,
সব কিছু আজ মূল্যহীন কারণ প্রতারক তুমি।

দুনিয়াতে তোমার মতো বহু মানুষ আছে,
তাদের জন্য ভালোবাসা নেই আমার কাছে।

কোনো কিছু যাবে না মরিলে সাথে,
তারপরও কেন ঘা দিলে সবার আতে।

ভাবনায় এসেছিল কথাগুলো মনে,
লিখে গেলাম সেগুলো জানিবে ভুবনে।

শুরু থেকে দিয়েছ বাঁশ মোদের ভালো করে,
তাই মোরা সরে গেছি তোমার থেকে দূরে।

বুকভরা ভালেবাসা ছিল সবার মনে,
শেষ করলে সেটা তুমি স্বার্থের কারণে।

একে যদি পরিবার ভালোবাসা বলে,
দরকার নেই সেটার আর গেলাম আমি সরে।

কী হবে রেখে মনে তোমাকে আমার,
কেনই বা বলিব তুমি মোর পরিবার?

রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন। [email protected]

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর