শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ঢাকা

একুশে বইমেলায় প্রবাসী মৈত্রীয় দেবীর দুটি বই

লায়লা নুসরাত, কানাডা থেকে
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৩ পিএম

শেয়ার করুন:

একুশে বইমেলায় প্রবাসী মৈত্রীয় দেবীর দুটি বই

এবারের অমর একুশে বইমেলায় কানাডা প্রবাসী মৈত্রীয় দেবীর দুটি বই প্রকাশিত হয়েছে। দোয়েল পাবলিশার থেকে প্রকাশিত বই দুটো হলো—ছোট্ট সোনামনিদের জন্য লেখা ছড়াগান ‘তারার মেলা’ ও ‘জন্মভূমি প্রিয়জন’।

বই দুটি পাওয়া যাবে বইমেলায় দোয়েল পাবলিশারের স্টলে (৪৪৫/৪৪৬/৪৪৭নং)।


বিজ্ঞাপন


টরেন্টো প্রবাসী মৈত্রীয় দেবী মূলত গানের শিল্পী হলেও লেখালেখির ছোটবেলা থেকেই ঝোঁক। পুজোর সংখ্যা ও স্কুল ম্যাগাজিনে তিনি নিয়মিত লেখালেখি করতেন। সেই চর্চা তিনি এখনও চালিয়ে যাচ্ছে। গত বছরের একুশে বই মেলাতেও তার দুটি বই ‘ভাবনার করিডোর’ ও ‘ঝুমরা’ প্রকাশিত হয়েছিল।

এবারের প্রকাশিত বই দুটি সম্পর্কে তিনি গণমাধ্যমকে বলেন, ‘তারার মেলা’ বইটি এ প্রজন্মের সোনামণিদের জন্য লেখা ছড়া গান। দ্বিতীয়টি ‘জন্মভূমি প্রিয়জন’। এ বইটি সম্পর্কে তিনি বলেন, যদিও থাকি দূর পরবাসে, কিন্ত মনটা পড়ে থাকে সেই প্রিয় মাতৃভূমি স্বদেশে। ২০২০ সালে কোভিড পরিস্থিতিতে নিজ দেশের প্রিয় মানুষদের নিয়ে কিছু লেখা। যারা প্রিয় মাতৃভূমিতে নিজ যোগ্যতায় নিজের স্থান করে নিয়েছে। আমরা গর্বিত তাদের নিয়ে। আগামী প্রজন্ম দেখবে জানবে কিভাবে আত্নশক্তি নিয়ে এগিয়ে যেতে হয়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর