এক ঝাঁক মানুষের মাঝে আমি একা
বলিতে পারো মোরে তুমি কে সখা?
ঝাকে ঝাকে মানুষ আর শূকরের মাঝে
আছে কি কোনো তফাত চারিত্রিক গুণে?
আছে বটে তফাত এ দুটি প্রাণীর মাঝে
কি সেটা বলতো যদি ধরে মনে?
শূকর বন্য প্রাণী করে না দুর্নীতি
মানুষ জীবের শ্রেষ্ঠ সৃস্টি,
তার আচরণ কেড়ে নেয়,
সকল জীবের দৃষ্টি।
করে যদি ভালো কাজ,
নেই তার কোন লাজ।
অকাম করিলে তাকে,
ঘৃণা করে সকলে।
বিজ্ঞাপন
লজ্জা ঘৃণা বলে কি বা আছে তার!
যা খুশি তাই করে, করে তা বারবার।
দয়া-মায়া নেই কিছু, আছে শুধু লোভ
না পেলে যত সব মনে মনে ক্ষোভ।
ধর মারো খাও, নেই মনে শান্তি
চোখে দেখে শূণ্যতা মনে হাহাকার,
সভ্যতার বিবর্তনে একি হলো তার!
রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন। [email protected]