জমকালো আয়োজনে মধ্যে দিয়ে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড।
রোববার (২৪ ডিসেম্বর) দেরা দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেল বলরুমে এই অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান হারুন উর রশিদ।
অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন জনপ্রিয় উপস্থাপক দেবাশীষ বিশ্বাস ও মডেল প্রিয়াঙ্কা জামান।
মেগা এই ইভেন্টে অংশ নিতে বাংলাদেশ থেকে এসেছিলেন জনপ্রিয় অভিনেতা চিত্রনায়ক জায়েদ খান, জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহান, জিয়াউল হক পলাশ।
সেরা চলচ্চিত্র, নাটক, টেলিফিল্ম, মিউজিক ভিডিও, সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা পরিচালক, সেরা বিনোদন সাংবাদিক, ফ্যাশন ডিজাইনার, মেকআপ আর্টিস্ট ও বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান রবি চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর শিবলী আল সাদিকসহ দুবাই, আবুধাবি, শারজাহ, আজমান, ফুজিরাহ, রাস আল-খাইমাহ থেকে আগত প্রবাসীরা উপস্থিত ছিলেন। এছাড়া সাংবাদিক ও বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।