শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ঢাকা

ফিনল্যান্ড আ.লীগের সভাপতি সালেহ, সম্পাদক মাইনুল

প্রবাস ডেস্ক, ফিনল্যান্ড
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩, ১২:৫৭ পিএম

শেয়ার করুন:

ফিনল্যান্ড আ.লীগের সভাপতি সালেহ, সম্পাদক মাইনুল

ফিনল্যান্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সালেহ আহম্মেদকে সভাপতি এবং মাইনুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

শনিবার দেশটির রাজধানী হেলসিংকের স্থানীয় একটি হলরুমে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের শুরুতেই টেলিকনফারেন্সে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।


বিজ্ঞাপন


সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু,পর্তুগাল আ.লীগের সভাপতি জহিরুল আলম জসিম, বেলজিয়াম আ.লীগের সভাপতি শহিদুল হক, সুইজারল্যান্ড আ.লীগের সভাপতি নজরুল ইসলাম জমারদার, ডেনমার্ক আ.লীগের সভাপতি খোকন মজুমদার, স্পেন আ.লীগের সভাপতি এস আই রবিন, সুইডেন আ.লীগের সাবেক সভাপতি মনজুরুল আহসান মন্জু, নরওয়ে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, ইতালি আ.লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সুইজারল্যান্ড আ.লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান, ডেনমার্ক আ.লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সুইডেন আ.লীগের সাধারণ সম্পাদক ড. ফরহাদ আলী খান, নরওয়ে আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

আরও উপস্থিত ছিলেন, বেলজিয়াম আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল খান, গ্রিস আ’লীগের সহ-সভাপতি মো. আল আমিন, সুইডেন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি খালেদ চৌধুরী, স্পেন আ.লীগের সহ-সভাপতি ইকরামুজ্জামান কিরন, ফ্রান্স আ.লীগের সহ-সভাপতি মনজুরুল হাসান চৌধুরী সেলিম, ইতালি আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মামুন, ইতালি আ.লীগের সাংগঠনিক সম্পাদক কমরেড খোন্দকার, ডেনমার্ক আ.লীগের সাংগঠনিক সম্পাদক শামীম খালাসী, সুইজারল্যান্ড আ.লীগের প্রচার সম্পাদক আইয়ান জুবায়ের, পোল্যান্ড আ.লীগ নেতা শেখ এরশাদুর রহমান, এম মনিরুজ্জামান মনির, মো. নান্নু শেখ, দেলোয়ার হোসেন অপু প্রমুখ।

শুরুতেই ফিনল্যান্ড আ.লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বাণী পড়ে শোনান।


বিজ্ঞাপন


সম্মেলনে জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশে জামায়াত-বিএনপি আগুন সন্ত্রাসে মেতে উঠেছে। তারা দেশটাকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়। দণ্ডপ্রাপ্ত তারেক রহমান লন্ডনে বসে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে আর জামায়াত বিএনপি তা বাস্তবায়ন করছে।

সম্মলনে বক্তারা বঙ্গবন্ধুর জীবন ও বাংলাদেশের জন্য তার অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

বক্তারা বলেন, ঐক্যবদ্ধ ফিনল্যান্ড আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। দলের দুঃসময়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী ফিনল্যান্ড আওয়ামী লীগ গঠন করে শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তারা।

ফিনল্যান্ড আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দেন, সহ-সভাপতি নাজিব মোর্শেদ সংগ্রাম তপন, বঙ্গবাসী যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম, কামরান হোসেন, বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাশরুর রহমান রাব্বী, তথ্য ও গবেষণা সম্পাদক ইমাম হোসেন, চট্টগাম পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার কাজীম উদ্দীন প্রমুখ।

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর