মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আমি ভুল শুধরাতে চাই

রহমান মৃধা
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩, ১০:১২ পিএম

শেয়ার করুন:

Power
প্রতীকী ছবি

আমি বলি আমার চরিত্র,
ফুলের মতো পবিত্র।
অথচ আমি জানি না চরিত্র কী!

আমি মনে করি একমাত্র
আমিই জনগণের প্রতিনিধি।
অথচ আমি জানিনা জনগণ কে!
আমার কোনো জবাবদিহিতা নেই।


বিজ্ঞাপন


আমি মনে করি দেশটি শুধু
আমার আর আমার চৌদ্দগোষ্ঠীর।
আমি যা বলব তাই হবে,
আমি যা করব সেটাই ঠিক,
আমি ছাড়া সব বেঠিক।

আমি মৃত্যুর ভয় করি না,
আমার চারপাশে দৈত্য দানবের বাস,
আমি শয়তানের বংশধর।
আমার রাজ্যে ভিন্ন মতের জায়গা নেই।

আমি শাসন শোষণ আর ভাষণে পাকা,
কেউ কিছু বললে আমি তার বংশ করি ফাঁকা!
আমার ধারণা আমি অমর,
আমি মরতে পারি না,
আমি শুধু মারতে পারি।

আমি এ যুগের ফেরাউন,
আমাকে কিছু বললে,
আমি সব বন্ধ করে দেব।


বিজ্ঞাপন


জনগণ দেশের বাইরে থাকে,
তারা এখন ব্যস্ত তাদের কাজ নিয়ে,
বাড়ির মালিক বাড়িতে না থাকলে,
চাকর বাকর একটু উচ্ছৃঙ্খল হয়,
উল্টোপাল্টা কিছু করে।

মালিক সব জেনে শুনেও খেলা দেখছে,
কী যে করে এমনটি ভাবনায়ও পড়েছে
হঠাৎ আজরাইল এসে সামনে হাজির,
আমার জান কবজ করবে,
কিন্তু কবে সেটা আমি জানি না,
জানার দরকারও নেই।

আমি যতদিন আছি ভোগ দখল করব!
আমাকে সরাতে হলে জান নিতে হবে,
আমার জান নেওয়া সহজ নয়,
আমার চারপাশে কঠিন বেড়াজাল,
সেটা ভাঙ্গা সহজ নয়।

আজরাইল আমাকে সরাতে পারবে না,
আমার সময় শেষ না হওয়া পর্যন্ত।
হঠাৎ সবাই আমার শত্রু হয়েছে।
যাদের জন্য এতকিছু করলাম,
তারাও আজ পর হয়েছে।

আমি এখন একা, কী হবে আমার?

হঠাৎ আসিল বিবেক আমার পাশে,
কহিল আমাকে দুঃখ ভারাক্রান্ত স্বরে,
যদি সত্যি সত্যিই শুধরাতে চাও,
যদি সত্যি তুমি এমন কাউকে খুঁজো
যে পারবে তোমাকে পরিবর্তন করতে,
তাহলে দয়া করে একটি আয়নার সামনে যাও।
তুমি সেই মানুষটির দেখা পাবে,
যে তোমাকে পরিবর্তন করতে পারবে।

লেখক: রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন। [email protected]

/জেএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর