শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নানা আয়োজনে সুইজারল্যান্ডের বিভিন্ন শহরে পালিত হচ্ছে দুর্গাপূজা

প্রবাস ডেস্ক, ইউরোপ ব্যুরো
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩, ০২:২৯ পিএম

শেয়ার করুন:

নানা আয়োজনে সুইজারল্যান্ডের বিভিন্ন শহরে পালিত হচ্ছে দুর্গাপূজা

সুইজারল্যান্ডের বিভিন্ন শহরে পালিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে সুইজারল্যান্ডের জুরিখে সার্বজনীন আনন্দলোক মিলন মন্দির এবং অলিম্পিক শহর লাউজানে বাঙালি সংঘ ঐক্যতান আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শন করেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান। তিনি সংক্ষিপ্ত আলোচনা ও মতবিনিময়ে অংশ নেন।

দুর্গাপূজা ভারত, বাংলাদেশ ও নেপালসহ ভারতীয় উপমহাদেশ ও বিশ্বের একাধিক রাষ্ট্রে পালিত হয়ে থাকে। বর্তমানে সুইজারল্যান্ডসহ ইউরোপের দেশগুলোতে বসবাসরত হিন্দুরা অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুর্গাপূজা পালন করে থাকেন।


বিজ্ঞাপন


মতবিনিময়কালে শ্যামল খান বর্তমান সরকারের অসাম্প্রদায়িক অবস্থান এবং শেখ হাসিনার দুর্নীতি দমন ও বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন- সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন বেপারী, সহ-সভাপতি পারভেজ ভূইয়া, আয়োজক অনিল বনিক, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, প্রচার সম্পাদক আইয়ান জুনায়েদ, সাংস্কৃতিক সম্পাদক মুন বণিক, জয় চৌধুরী এবং সুইজারল্যান্ড শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম জুয়েল মল্লিক।

লাউজানে উপস্থিত ছিলেন সহ সভাপতি বিপুল তালুকদার, বাঙালি সংঘ ঐক্যতানের আয়োজক ও লাউজান আওয়ামী লীগের সভাপতি অশোক কুমার সরকার রবি, সমাজকল্যাণ সম্পাদক সমিরন বরুয়া জিশু, দেব নাথ, স্বপন সাহা সহ আরও অনেকে।

এবারের জুরিখ এবং লাউজানে বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের খাবার এবং মিষ্টির সমাহার ছিল চোখে পড়ার মতো।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর