শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রুনাইয়ে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে নুর রহমানের বিদায় সংবর্ধনা

সাইদুর রহমান সাবু, ব্রুনাই থেকে
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৭ পিএম

শেয়ার করুন:

Brunai
সংবর্ধনা অনুষ্ঠানের একটি মুহূর্ত। সংগৃহীত ছবি

ব্রুনাই হালাল খাবারের নিয়ন্ত্রণকারী সংস্থা ঘনিম ইন্টারন্যাশনাল কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. নুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছে দুবাইয়ের বাংলাদেশ কমিউনিটি।

বৃহস্পতিবার দুপুরে ব্রুনাইয়ের রাজধানী বান্দার সেরি বেগওয়ানের পাঁচ তারকা হোটেল তারিন্দক ডি’সেনিতে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মধ্যাহ্নভোজেরও আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


ডা. নুর রহমান দীর্ঘ ৮ বছর ব্রুনাই সরকারের গুরুত্বপূর্ণ এই দফতরের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেন। তিনি তার মেধা ও শ্রম দিয়ে ব্রুনাই সরকারের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হন, যা বাংলাদেশিদের জন্য অত্যন্ত গর্বের।

ব্যক্তিগত ও পারিবারিক কারণে দীর্ঘদিনের কর্মস্থল থেকে তিনি স্বেচ্ছায় অবসর নিয়ে তার পরিবারের সাথে অস্ট্রেলিয়ায় বসবাসের সিদ্ধান্ত নেন।

বিদায় উপলক্ষে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে তাকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ব্রুনাইয়ের বাংলাদেশ কমিউনিটির নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

/জেএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর