শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এ কি হলো!

রহমান মৃধা
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:২২ পিএম

শেয়ার করুন:

Technology Side Effect
প্রতীকী ছবি

যাবার বেলা চলে গেল,
কিছু বলে গেল না।
নীরব চোখে দেখলো শুধু,
কিছু কি বলার ছিল না?

এ ছিল মোর প্রশ্ন মনে,
বলতে আমি চেয়েছিলাম।
বলার আগেই চলে গেল,
কিছুই বলা হলো না।


বিজ্ঞাপন


শোনো আমার কথাগুলো,
একটু শোনো মন দিয়া।
সমস্যা হইছে শুরু,
নতুন প্রজন্মদের নিয়া।

প্রযুক্তির এই যুগে,
নতুন প্রজন্ম যখন ঘুমোতে যায়,
তখন দেখা যায় রাত শেষ।
ঘুম থেকে যখন জাগে,
তখন দেখে দিন শেষ।
আর এ দেখতে দেখতে,
এদের বাবা-মা টেনশনে,
করছে তাদের জীবন শেষ।

লেখাপড়ার সময় নেই,
খেলতেও কেউ চায় না।
কে কি বললো তাতে,
কিছু আসে যায় না।

হবে কি এখন এদের,
ভাবছি আমি বসে!
ঘুমোচ্ছে তারা তখন,
নাক ডেকে কষে।


বিজ্ঞাপন


জেগে যদি না উঠে তারা,
কি হবে সেই স্বপ্নগুলোর?
ঘুমিয়ে আছে শান্ত হয়ে,
সকল শিশুর স্বপ্নগুলো।

প্রযুক্তির এই যুগে সবাই
ভাবছে বসে এ কি হলো!
জ্ঞানকে আজ হত্যা করে,
প্রযুক্তি আছে খাঁড়ায়।
নেই কি কোনো শিক্ষা সাধক,
যে সত্যের পাশে দাঁড়ায়!

প্রকৃতির মাঝে এসো,
প্রযুক্তির পাশে বসো।
জ্ঞানকে কাজে লাগিয়ে,
কলুষতা দূর কর,
আর ভালোবাসতে শেখো।

লেখক: রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন। [email protected]

/জেএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর