শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কানাডায় টি২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভারত

লায়লা নুসরাত, কানাডা থেকে
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৭ পিএম

শেয়ার করুন:

Cricket
কানাডার নোভা স্কশিয়ায় ত্রিদেশীয় এশিয়ান কাপ টি২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সংগৃহীত ছবি

কানাডার নোভা স্কশিয়ায় ত্রিদেশীয় এশিয়ান কাপ টি২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অফ নোভা স্কশিয়ার (বিডিক্যান্স) উদ্যোগে ডন বেয়ার স্পোর্টস মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে রানার আপ হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের অপর দল পাকিস্তান।

ফাইনালে ভারত ৫১ রানে বাংলাদেশকে পরাজিত করে। আলোক স্বল্পতার কারণে ম্যাচের দৈর্ঘ্য ১৮ ওভারে কমিয়ে আনা হয়।


বিজ্ঞাপন


নোভা স্কশিয়াতে বসবাসরত প্রবাসীদের নিয়েই মূলত রোমাঞ্চকর এই টুর্নামেন্ট আয়োজন করা হয়।

Cricket1

নোভা স্কশিয়া কানাডার বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন (বিডিসিএএনএস) এই টুর্নামেন্টের আয়োজক। শুধু টুর্নামেন্ট নয়, সংগঠনটি কানাডার বহু সংস্কৃতি ও বৈচিত্র্যের চেতনাকে তুলে ধরে।

ভারত ও পাকিস্তান দলে নোভা স্কশিয়া লিগে খেলে এমন অনেক খেলোয়াড় অংশ নিয়েছিলেন। গ্রুপ পর্যায়ে অপরাজিত থেকে ফাইনালে উঠে আসে বাংলাদেশ দল। ভারত, পাকিস্তানের শক্তিশালী দলকে পরাজিত করে ফাইনালে যায় কবির হোসেনের নেতৃত্ব লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু ফাইনালে নিজেদের সেরাটা দিতে ব্যর্থ হয়।


বিজ্ঞাপন


Cricket3

এদিন ভারতের অধিনায়ক মোহাম্মদ শাফি টস জিতে ব্যাটিং নেন। শাফি (৩২), ওমর (৪৫), মান্ড সিংয়ের (৩৯) দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশকে ১৫৭ রানের টার্গেট দেয় ভারত। বাংলাদেশের হয়ে ছোটন ৩টি এবং চিন্না ও রাও ২টি করে উইকেট নেন।

জবাবে ব্যাটিং ব্যর্থতায় ১০৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের পক্ষে রাজু ১৪, চিন্না ২১ এবং ছোটন ১৫ রান করেন। ভারতের পক্ষে ওমর ৪টি, বিকাশ ২ উইকেট নেন।

বাংলাদেশ দলের চিন্না ম্যান অফ দা সিরিজ, ছোটন সবচেয়ে বেশি উইকেট সংগ্রাহকের পুরস্কার পান। ভারতের মান্ড সিং ম্যান অফ দা ফাইনাল হন।

Cricket4

ডারট্মাউথ নর্থের স্থানীয় এমএলএ সুসান লেব্লাঙ্ক বাংলাদেশের অধিনায়ক কবিরের হাতে রানার আপ ট্রফি তুলে দেন। অন্যদিকে ইস্ট হান্টের এমএলএ জন মাকডোনাল্ড ভারতের অধিনায়ক মোহাম্মাদ শাফির হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

স্থানীয় বাংলাদেশের সম্মানিত সিনিয়র জসীমের কাছ থেকে ট্রফি নেন বাংলাদেশের ২য় দলের অধিনায়ক হাসিব খান। বিডিক্যান্সের চেয়ারপার্সন গোলাম কিবরিয়া সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন এমএলএ সুসান লেব্লাঙ্ক ও ডার্টমাউথ মসজিদের ইমাম হামজা মাঙ্গেরাকে। ফাইন্যান্স সেক্রেটারি আহসানুল হক ইস্ট হান্টের এমএলএ জন মাকডোনাল্ডকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন।

Cricket2

এদিন ফাইনাল ম্যাচে বাংলাদেশ দলের সমর্থনে মাঠে হাজির হয়েছিলেন নারী ও শিশু-কিশোরসহ উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি।

/জেএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর