শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাধারণ সভায় সুইডেন আ.লীগকে আরও শক্তিশালী করার আহ্বান

প্রবাস ডেস্ক, ইউরোপ ব্যুরো
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৯ পিএম

শেয়ার করুন:

সাধারণ সভায় সুইডেন আ.লীগকে আরও শক্তিশালী করার আহ্বান

সুইডেন আওয়ামী লীগের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্টকহোমস্থ ফস্টার এক মিলনায়তনে গত রোববার (২৪ সেপ্টেম্বর) এই সভা হয়।

সুইডেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খালেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. ফরহাদ আলী খানের সঞ্চালনায় সভায় সুইডেনের সকল শহর থেকে দলটির নেতাকর্মী, সাবেক নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।


বিজ্ঞাপন


সভায় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ সুইডেন আওয়ামী লীগ গড়ার লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে শীঘ্রই সম্মেলন আয়োজন করে সুইডেন আওয়ামী লীগকে আরও শক্তিশালী করার আহ্বান জানান উপস্থিত সুইডেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বক্তারা গত ১৬ সেপ্টেম্বর গুটিকয়েক লোক নিয়ে সম্মেলন করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং নিন্দা জানানো হয়। সম্মেলন স্থগিতের নোটিশের পরও সম্মেলনের ব্যানার, পোস্টার, দাওয়াতপত্রে সাধারণ সম্পাদক এবং প্রধান অতিথির নাম ব্যবহার করে মিথ্যা প্রচার করা হয় বলে সাধারণ সভায় দাবি করা হয়।

সভায় আগামী ২৯ অক্টোবর সম্মেলনের সম্ভাব্য তারিখ ধার্য করা হয়। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক চূড়ান্ত তারিখ নির্ধারণ করবেন।

সুইডেন আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল হাসানকে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নিযুক্ত করা হয়। সম্মেলন সফল ও সার্থক করার লক্ষ্যে ওয়ার্কিং কমিটি, প্রস্তুতি কমিটি ও উপকমিটি গঠন করা হয়। সভা শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর