শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুইডেনের শরতে

রহমান মৃধা
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৭ পিএম

শেয়ার করুন:

সুইডেনের শরতে

জানালা দিয়ে তুমি দেখবে যখন,
গাছের পাতার রং বদলে গেছে।
সূর্যের কিরণ যখন পড়বে গাছে,
দেখবে নানা রং গাছের শাখে,
বুঝবে তখন তুমি মনের মাঝে,
শরৎ যে এসে গেছে সুইডেনেতে।

মনটি তোমার তখন অস্থির লাগবে,
মনের মানুষটিকে খুঁজতে থাকবে।
ঠিক তখন তুমি আমার কথা ভাববে,
হৃদয়ের কাছে একটু জায়গা করে নিবে।


বিজ্ঞাপন


হঠাৎ যখন তুমি দেখবে মোরে,
বাংলার শরতকে পড়বে মনে,
শরমে নয়ন দুটি সরাবে ক্ষণে।

জানি না আমি তখন কী করে বলবো,
চুপিচুপি তোমার পাশে এসে না হয় দাঁড়াবো।
ধরবো যখন তোমার হাত দুটি যতনে,
তুমি তখন আমার দিকে মুখ তুলে তাকাবে।
দেখবে তখন তুমি অবাক চোখে,
ভালো বাসবে তুমি সুইডেনের এই শরতে।

ইউরোপের শরতের এই বাহারে,
কী মজা পাবো মোরা আহারে!
প্রকৃতির মাঝে মোরা হারিয়ে যাবো,
শীতের তীব্রতা অনুভব করবো,
তোমারে আমার বুকে জড়িয়ে ধরবো,
বাসবো ভালো আমি হৃদয় দিয়ে,
জানবে তোমার মন আমায় পেয়ে,
শরত যে এসে গেছে তোমার মনে,
বাসবে ভালো তুমি জীবন ভরে।

লেখক: রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন। [email protected]

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর