টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত চার দিনব্যাপী ৬ষ্ঠ মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ উদ্বোধন করা হয়েছে।
টরন্টোর ২২ লেবোভিক এভিনিউর সিনেপ্লেক্স ওডেনে কানাডার স্থানীয় সময় সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন স্ক্যারবরো সাউথ ওয়েস্টের এমপিপি ডলি বেগম।
বিজ্ঞাপন
বুধবার পর্যন্ত ২২ লেভেবিক এভিনিউর সিনেপ্লেক্স ওডেন এবং ৩০০০ ড্যানফোর্থ এভিনিউর মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টারে এই ফিল্ম ফেস্টিভ্যাল চলবে।
এবারের উৎসবে ২৪টি দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের মোট ৪২টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় বাংলাদেশের স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা আকরাম খানের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নকশী কাঁথার জমিন’। এছাড়া উদ্বোধনী দিনে আরও ৯টি দেশের ৯টি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রের প্রদর্শনী হয়।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে টরন্টো ফিল্ম ফোরাম ‘টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল’ আয়োজন করে আসছে। এই আয়োজনের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে, বিভিন্ন ভাষা এবং সংস্কৃতির স্বাধীন ও বিকল্প ধারার চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্রের প্রদর্শনী। টরন্টো ফিল্ম ফোরাম ২০১৪ সাল থেকে এমন সব চলচ্চিত্র নির্মাতাদের একটা প্লাটফর্ম হিসেবে কাজ করে আসছে।
/জেএম

