শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তুমি চলে গেলে!

রহমান মৃধা
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৬ পিএম

শেয়ার করুন:

Poem
প্রতীকী ছবি

বুঝতে হবে কেউ আমাকে চেনে না,
সেই ক্ষণে আমি আবার একাকীত্বে আটকে যাব।

আমার এ বয়সে নতুন করে কাউকে খুঁজতে হবে।


বিজ্ঞাপন


যদি কেউ সেখানে না থাকে
যে রাতে আমাকে উষ্ণ করে,
আমি তার জন্য যথেষ্ট ধৈর্যশীল হবো,
যা আমি তাকে বুঝতে দিব না।

আমি কি সেই চেহারা ছাড়া বাঁচতে পারতাম,
যা আমাকে ভারসাম্য থেকে দূরে ফেলে দেয়?

আমি কি সেই মুহূর্তটি মিস করব,
যেটি আমাকে শেষ পর্যন্ত একসাথে হতে সাহায্য করেছে?

হয়তো আমার হারিয়ে যাওয়া পরিচিতিগুলো,
খুঁজে বের করা উচিত।
যেমন আমি আগে কোথাও ছিলাম।


বিজ্ঞাপন


আমার মনে হয় এমন কেউ আছে,
যাকে আমি জিজ্ঞেস করলে সে বলে দিতে পারে,
আমি কোথায় থাকতাম।

মাঝরাতে ঘুম থেকে উঠে যখন
অনেকক্ষণ হাঁটাহাঁটি করতাম,
আমি আমার চোখে অন্য চোখের দেখা দিতে
একটি অদ্ভুত ভঙ্গির ছলে নতুন কারো সাথে দেখা করার জন্য এত তাড়াহুড়ো করতাম।

তোমার মতো আমারও নিজের মধ্যে অনেক কিছু আছে,
তারপরও যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও,
তুমি চলে গেলে আমি শূন্যে নিঃশ্বাস ফেলব।

যদি তুমিও আমাকে ছেড়ে চলে যাও,
আমি শুধু একা হবো।

কিন্তু তুমি হৃদয় থেকে সরে গেলে,
হৃদয় তখন খালি হয়ে যাবে,
বুঝবো না আমি তুমি চলে গেলে।

লেখক: রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন। [email protected]

/জেএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর