শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রুনাইয়ে পেনশন স্কিমের সুযোগ-সুবিধা জানলেন প্রবাসী বাংলাদেশিরা

সাইদুর রহমান সাবু, ব্রুনাই থেকে
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৮ পিএম

শেয়ার করুন:

Brunai
ব্রুনাইয়ে বাংলাদেশ দূতাবাসের অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার একটি মুহূর্ত। সংগৃহীত ছবি

বাংলাদেশ হাইকমিশন ব্রুনাই দারুসসালামের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় বেলা ৩টায় ব্রুনাইয়ে বাংলাদেশ দূতাবাসের অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


‘সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন’— এই শ্লোগান সামনে রেখে সভায় সরকারের সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত সুযোগ-সুবিধাসহ কিভাবে ও কারা এর আওতায় আসবেন সে বিষয়গুলো উপস্থাপন করা হয়। এছাড়া সর্বজনীন পেনশন কর্মসূচির প্রবাসী স্কিম নিয়ে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে বিস্তারিত আলোচনা হয়।

বিদেশে কর্মরত বা অবস্থানকারী যেকোনো বাংলাদেশি নাগরিক তার অভিপ্রায় অনুযায়ী বৈদেশিক মুদ্রায় পরিশোধের শর্তে নির্ধারিত হারে চাঁদা প্রদান পূর্বক এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। এমনকি প্রবাস হতে দেশে প্রত্যাবর্তনের পর সমপরিমাণ অর্থ দেশীয় মুদ্রায় পরিশোধ করাসহ প্রয়োজনে স্কিম পরিবর্তন করতে পারবেন। পেনশন স্কিমের মেয়াদ পূর্ণ হলে পেনশনার দেশীয় মুদ্রায় পেনশন প্রাপ্য হবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা, বিশেষ অতিথি ছিলেন কাউন্সেলর ও দূতালয় প্রধান তন্ময় মজুমদার, প্রথম সচিব (শ্রম) আবু বক্কর সিদ্দিক। এছাড়া বাংলাদেশ কমিউনিটির নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

/জেএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর