শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আমিরাতে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা

ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫২ পিএম

শেয়ার করুন:

আমিরাতে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালামকে সংবর্ধনা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) আবুধাবির স্থানীয় একটি হোটেলের বলরুমে সংগঠনের সভাপতি ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসির তালুকদার ও গোলাম কাদের ইফতি।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনসুলেট জেনারেলের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জাফর আহমেদ চৌধুরী।

বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শওকত আকবর, বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, নাসির উদ্দিন দিদার, এস এম আলাউদ্দীন, নুরুন্নবী রওশন, ইয়াকুব আলী, ও আজিম উদ্দিন শিকদার প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরাতের শারজা, দুবাই, আল-আইন এবং আবুধাবির মোছাফফাসহ বিভিন্ন অঞ্চল থেকে আসা দলীয় নেতা, জনতা ব্যাংক আবুধাবির কর্মকর্তাসহ আরও অনেকে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর