শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রুনাইয়ে ব্যবসায়ী বোরহানের জানাজা অনুষ্ঠিত

সাইদুর রহমান সাবু, ব্রুনাই থেকে
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৪ পিএম

শেয়ার করুন:

ব্রুনাইয়ে ব্যবসায়ী বোরহানের জানাজা অনুষ্ঠিত

ব্রুনাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা বোরহান উদ্দীন হায়দারের (৪৭) জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় গাডং জামে আসর হাসানাল বলখিয়া মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন মাওলানা আবুল হাশেম। এর আগে বোরহানের ছোট ভাই দুবাই প্রবাসী মেজবাহ হায়দার বড় ভাইয়ের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তার জন্য দোয়ার আবেদন জানান।


বিজ্ঞাপন


বোরহান উদ্দীন হায়দার দীর্ঘ ২০ বৎসর ব্রুনাইয়ে বসবাস করছিলেন। তিনি হায়দার সিন্দ্রেয়ান বারহাদের স্বত্ত্বাধিকারী। সুপার শপ, রেস্টুরেন্ট, এক্সপোর্ট-ইমপোর্টসহ বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিলেন। তার মৃত্যুতে ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনাসহ বাংলাদেশ কমিউনিটির নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

নিহত বোরহান উদ্দিন হায়দার মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার এলাকার মৃত নিজাম উদ্দিন হায়দারে বড় ছেলে। তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা, মা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য গত ১১ সেপ্টেম্বর সোমবার বেলা সাড়ে ৪টার সময় হৃদরোগে আক্রান্ত হলে বোরহান উদ্দিন হায়দারকে দ্রুত রিপাস হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি বিমানে তার লাশ দেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে ১৭ সেপ্টেম্বর বাদ জোহর দ্বিতীয় জানাজার পর নিজ এলাকা চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর