শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্বাধীনতা!

রহমান মৃধা
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩, ০২:৫৭ পিএম

শেয়ার করুন:

স্বাধীনতা!
প্রতীকী ছবি

সহস্র সাগরের মতন এক স্বপ্ন,
জন্মেছিল বাঙালির বুকে।
বেলা শুরু হয়েছিল এক নবযুগ দল দিয়ে,
মুক্তির আশা ছিল আমাদের হৃদয়ে।

দলবদ্ধ সংঘাত আর বিদ্যুতের মত শক্তি দিয়ে
লড়াই শুরু হয়েছিল স্বাধীনতার জন্যে।
যুদ্ধের আঘাত বজ্রপাতের মতো,
নেমেছিল আমাদের ভূমিতে।
তার স্পর্শে ত্রিশ লক্ষ মানব জীবন,
ঝরেছিল মৃত্যুর পথে।


বিজ্ঞাপন


আলোর ব্যঞ্জনায় জেগে উঠল এক নাগরিক,
আজানের গলায় সংঘটিত হয়েছিল মানবতা।
সেই মানবতার কণ্ঠে শুনেছিলাম এক নাম
বাংলাদেশ, আমি বাঙালি, আমি বাংলাদেশি।

গন্ধা ফুলের মালা গেঁথেছি,
তোমায় দেবো বলে।
পারিনি দিতে সে মালাখানি
চলে এসেছি সব ফেলে।
চলে এসেছি বহুদূরে আমি,
ভুলি নাই তবু তোমারে।
আবার আসিব ফিরে,
তোমার স্নেহভরা বুকে,
গাঁথিব মালা নতুন করে,
পরিয়ে দিব তোমার গলায়।

তোমাকে কিছু দিতে পারিনি
বললে হবে ভুল।
তোমার প্রেমে মুগ্ধ আমি,
হয়েছি তাই ব্যাকুল।
কৃষ্ণচূড়ার ফুলের ডালি,
আনিব তোমার জন্য।
দিব তোমার চরণ তলে,
নিজেকে করিব ধন্য।

প্রেমের জগতে প্রিয়ার হাতে,
তুলিয়া দিতে ফুল,
আমরা কখনও করিনি ভুল।
বাংলা হবে স্বাধীন,
যেদিন দুর্নীতি হবে ধ্বংস।
গড়ব মোরা সোনার বাংলা,
দেখবে সারা বিশ্ব।


বিজ্ঞাপন


লেখক: রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন থেকে, [email protected]

/জেএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর