শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

লন্ডনে বাংলাদেশি স্কুলশিক্ষক হত্যায় একজনের যাবজ্জীবন

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২২, ০৮:৪০ পিএম

শেয়ার করুন:

লন্ডনে বাংলাদেশি স্কুলশিক্ষক হত্যায় একজনের যাবজ্জীবন
নিহত সাবিনা ও অভিযুক্ত কোচি সেলামাজ (ফাইল ছবি)

লন্ডনে বাংলাদেশি স্কুলশিক্ষক সাবিনা নেসাকে (২৮) হত্যার ঘটনায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। খবর বিবিসির।

শুক্রবার (৮ এপ্রিল) লন্ডনের কেন্দ্রীয় অপরাধ আদালত (ওল্ড বেইলি) এই রায় ঘোষণা করে।


বিজ্ঞাপন


দণ্ডিত ব্যক্তির নাম কোচি সেলামাজ (৩৬)। তাকে কমপক্ষে ৩৬ বছরের সাজা ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

গত বছরের ১৭ সেপ্টেম্বর যুক্তরাজ্যের দক্ষিণ লন্ডনে নিজ বাসা থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বের একটি পানশালায় যাচ্ছিলেন সাবিনা। এ সময় একটি পার্কের ভেতর তাকে খুন করা হয়। তার মরদেহ পাশের একটি কমিউনিটি সেন্টারের কাছে পাওয়া যায়।

অভিযুক্ত কোচি সেলামাজ আদালতে এই হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর ওই ব্যক্তির মনে নারীদের প্রতি আক্রোশ তৈরি হয়। সেই আক্রোশ থেকেই তিনি এই হত্যাকাণ্ড ঘটান।  

সাবিনা নেসা দক্ষিণ-পূর্ব লন্ডনের লিউশামের একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। বাংলাদেশের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই গ্রামে তার বাড়ি।


বিজ্ঞাপন


জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর