বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

টিপু হত্যার আসামি ২ নেতাকে আ.লীগ থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জুন ২০২৩, ০৯:৪৬ পিএম

শেয়ার করুন:

টিপু হত্যার আসামি ২ নেতাকে আ.লীগ থেকে বহিষ্কার

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দুই নেতাকে তাদের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৭ জুন) মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বহিষ্কৃতরা হলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার এবং সদস্য মারুফ আহমেদ মসনুর। 


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি এবং সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদের নির্দেশনায় তাদের দুইজনকে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার দায়ে নিজ নিজ পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, গত বছরের ২৪ মার্চ রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যার আলোচিত ঘটনায় আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এ অভিযোগপত্রে মোট ৩৩ জনকে আসামি করা হয়েছে। সে তালিকায় নাম আছে এই দুই নেতার। 

কারই/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর