বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

জামায়াতকে অনুমতি দেওয়া হবে কি না সিদ্ধান্ত পরে জানানো হবে: বিপ্লব

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জুন ২০২৩, ০৭:৪৩ পিএম

শেয়ার করুন:

জামায়াতকে অনুমতি দেওয়া হবে কি না সিদ্ধান্ত পরে জানানো হবে: বিপ্লব

আগামী শনিবার (১০ জুন) দুপুর ২টায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

মঙ্গলবার (৬ জুন) বিকেলে দলটির পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে একটি প্রতিনিধি দল কর্মসূচির অনুমতি চাই গিয়েছিল। পরে তাদের আবেদনপত্র গ্রহণ করেন ডিএমপি কমিশনার। তবে তাদের কর্মসূচি পালন করতে অনুমতি দেওয়া হবে কি না সে বিষয়ে পরে জানানো হবে বলে জানিয়েছেন ডিএমপির সদর দফতরের যুগ্ম-কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার। 


বিজ্ঞাপন


তিনি বলেন, জামায়াতের একটি প্রতিনিধি দল ডিএমপি সদর দফতরে এসেছিলেন। তারা আগামী শনিবার (১০ জুন) রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছেন। 

ডিএমপির এই কর্মকর্তা বলেন, কমিশনার মহোদয়ের কার্যালয় থেকে আবেদনপত্রটি গ্রহণ করা হয়েছে। এখন বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য নিয়ে কমিশনার মহোদয় সিদ্ধান্ত নেবেন। অনুমতি দেওয়া হবে কি না সেই সিদ্ধান্ত পরে তিনি জানাবেন।

এমআইকে/এইউ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর