বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

ঢাকা-১৭: কে হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী

কাজী রফিক
প্রকাশিত: ৩১ মে ২০২৩, ০৯:০৪ এএম

শেয়ার করুন:

ঢাকা-১৭: কে হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী

রাজধানী ঢাকার ‘এলিট এরিয়া’ হিসেবে পরিচিত গুলশান-বনানী। শহরের বিত্তশালীদের একটি বড় অংশের বসবাস এই এলাকায়। জাতীয় সংসদের ১৯০নং আসন, যা ঢাকা-১৭ আসন হিসেবে পরিচিত।

এই আসনের সংসদ সদস্য ছিলেন আকবর হোসেন পাঠান ফারুক। যিনি চিত্রনায়ক ফারুক হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি তার মৃত্যুতে আসনটি শূন্য হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়েছে, আসনটির উপনির্বাচনের তফসিল ঘোষণা হবে আগামী ১ জুন।

আসনটি শূন্য হওয়ায় আগ থেকেই গুঞ্জন ছিল, আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংসদ সদস্য পেতে যাচ্ছে এই আসন। আকবর হোসেন পাঠানের মৃত্যুর পর সে আলোচনা আরও জোরালো হচ্ছে৷

ঢাকাসহ দেশের অনেক আসনেই বর্তমান সংসদ সদস্যরা নিজেদের মতো করে গড়ে তুলেছেন তাদের সন্তানদের। বাবার জায়গায় সন্তান সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন কিংবা নেবেন, এমন চিত্র এখন নিয়মিত। তবে ঢাকা-১৭ আসনে এমনটা ঘটার সম্ভবনা নেই।

যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ঢাকা মেইলকে এ কথা জানিয়েছেন৷ পরিচয় প্রকাশ না করার শর্তে যুবলীগের এক নেতা ঢাকা মেইলকে বলেন, পরশ ভাই আলোচনায় আছেন। তিনি এ আসনের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী। প্রধানমন্ত্রী যদি তাকে মনোনয়ন দেন তাহলে ঢাকা-১৭ আসন উন্নয়ন-অগ্রযাত্রায় আরও এগিয়ে থাকবে।

নায়ক ফারুক আওয়ামী লীগের তৃণমূল রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সেখান থেকে সংসদ সদস্য হয়েছিলেন। তার মতো আরও কয়েকজন চলচিত্র ব্যক্তিত্ব এ আসনের প্রার্থী হিসেবে আলোচনায় আসার চেষ্টায় রয়েছেন।

তবে কেন্দ্রীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে জানা গেছে, আসনটিতে গ্রহণযোগ্য প্রার্থী দিতে চান তারা। আর পুরো দায়িত্ব আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঁধে।

জানা গেছে, এ আসনে সংসদ সদস্য হিসেবে দেখা যেতে পারে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশকে। এই মুহূর্তে তাকে ঘিরেই সব আলোচনা।

যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ঢাকা মেইলকে এ কথা জানিয়েছেন৷ পরিচয় প্রকাশ না করার শর্তে যুবলীগের এক নেতা ঢাকা মেইলকে বলেন, পরশ ভাই আলোচনায় আছেন। তিনি এ আসনের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী। প্রধানমন্ত্রী যদি তাকে মনোনয়ন দেন তাহলে ঢাকা-১৭ আসন উন্নয়ন-অগ্রযাত্রায় আরও এগিয়ে থাকবে।

একই অভিমত জানিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা।

আলোচনায় আছে যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে ফাহিমের নামও।

প্রবীণদের মধ্যে ঢাকা-১৭ আসনের জন্য আলোচনায় রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল কাদের খানও আলোচনায় রয়েছেন৷

যদিও কেউ কেউ বলছেন, ঢাকা-১৭ আসনে শেখ পরিবার থেকেও বিশেষ কোনো চমক থাকতে পারে।

কারই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর