১২ জুন অনুষ্ঠিতব্য বরিশাল সিটি করপোরেশন নির্বাচন কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ক টিম গঠন করেছে যুবলীগ। এজন্য ২২ সদস্য বিশিষ্ট দল গঠন করা হয়েছে।
সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার যুবলীগের উপ-দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)-এর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণার লক্ষ্যে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে ১৯ মে সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরে নির্বাচন পরিচালনা ও সমন্বয়ক টিম গঠন করা হয়।
কারই/এমআর

