শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

আ.লীগ দেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে: প্রিন্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৩, ০৭:৪৩ পিএম

শেয়ার করুন:

আ.লীগ দেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে: প্রিন্স

ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশকে চরম ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

শনিবার (১ এপ্রিল) বিকেলে এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বিদ্যুৎ-গ্যাসের মূল্য বৃদ্ধি, সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে’ ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির উদ্যোগে নগরীর হরিকিশোর রায় রোডে দলীয় কার্যালয় সংলগ্ন সড়কে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।


বিজ্ঞাপন


এমরান সালেহ প্রিন্স বলেন, ‘সরকারের দুর্নীতি ও ব্যর্থতায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত। রমজান মাসে মানুষ নিদারুণ কষ্টে মানবেতর জীবনযাপন করলেও মন্ত্রীরা দ্রব্যমূল্য নিয়ে মিথ্যাচার করে জনগণের সাথে মশকরা করছে। সরকার গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা হরণ করে এমন কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম করেছে, যেখানে মানুষ নিজের দুঃখ-কষ্টের কথা প্রকাশ করতে পারছে না, প্রতিবাদ করলে, সত্য কথা লিখলে গায়েবি মামলা দিয়ে বিরোধী দলের নেতাকর্মী ও সাংবাদিকদের গ্রেফতার হয়।’

বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী দুঃশাসন - দুজনে দুজনার। মুদ্রার এপিঠ-ওপিঠ। সরকারের নিষ্ঠুর দমন নিপীড়নের বিরুদ্ধে সারা বিশ্ব ধিক্কার জানাচ্ছে। এবার তাদের বিদায় নিতেই হবে।’

দেশে দুর্নীতির সুনামি শুরু হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘দুর্নীতি, লুটপাট, অর্থপাচার করছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।’

প্রিন্স বলেন, ‘যতই নাটক, অপকৌশল করা হোক না কেন আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না।’


বিজ্ঞাপন


ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান, উত্তর জেলা

বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম প্রমুখ বক্তব্য দেন।

এমই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর