বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

সরকার দেশ ও স্বাধীনতা নিয়ে তামাশা শুরু করেছে: সা‌কি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৩, ০৬:৪৬ পিএম

শেয়ার করুন:

সরকার দেশ ও স্বাধীনতা নিয়ে তামাশা শুরু করেছে: সা‌কি

এই সরকার বাংলাদেশকে নিয়ে, স্বাধীনতা নিয়ে তামাশা শুরু করেছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, মানুষ যখন বাজারে গিয়ে চাল কিনতে পারে না, তখন আওয়ামী লীগের অনেকেই পাকিস্তানের উদাহরণ দিয়ে বলেন তাদের চেয়ে ভালো আছি। আওয়ামী লীগের লোকজন এখন বাজারে খারাপ অবস্থার তুলনা পাকিস্তানের সাথে দেন।

শ‌নিবার (১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে গণসংহতি আন্দোলনের উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তি‌নি এসব কথা ব‌লেন।


বিজ্ঞাপন


জোনায়েদ সাকি বলেন, ‘আপনারা জানেন গত কয়েক দিনে সাংবাদিক শামসুজ্জামানকে নিয়ে কী ঘটেছে। আমরা সবাই এখন একটা গভীর উদ্বেগের মধ্যে আছি। সরকার ক্ষমতায় টিকে থাকতে স্বাধীনতা সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে সব কাজ করছে।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ব‌লেন, ‘দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির জন্য বাজার সিন্ডিকেট দায়ী, টাকা পাচার দায়ী। তা সরকার স্বীকার করতে চায় না। সরকারের কাজ এগুলো সমাধান করা, কিন্তু তা না করে মানুষ ও গণমাধ্যমের গলা টিপে ধরছে। ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ মানেই সংবাদ মাধ্যমের গলা টিপে ধরা।’

সাকী ব‌লেন, ‘আওয়ামী লীগ তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে গণমাধ্যমের গলা টিপে ধরে রাখতে চায়, মতিউর রহমানকে দিয়ে বাকি সবাইকে শিক্ষা দিতে চায়। আসুন সবাই মিলে তাদের ভয় ভেঙে ফেলি, তাদের পায়ের নিচে মাটি নেই। রাতের আঁধারে ওয়ারেন্ট ছাড়া কাউকে তুলে আনা যায় না, আমরা এই আইনের পরিবর্তন করবো। এই সংবিধান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক, তাই এটা পরিবর্তন করতে হবে। সংবিধানের দোহাই দিয়ে, যেই কয়দিন ক্ষমতায় আছেন মানুষকে ভয় দেখিয়ে যাবে। আমাদের এইবারের লড়াই স্বাধীনতার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই। সবাইকে নিয়ে ঐকৃবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে দাঁড়াতে হবে।’

এসময় আরও বক্তব্য দেন- গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, সম্পাদকমণ্ডলীর সদস্য মনির উদ্দিন পাপ্পু, বাচ্চু ভুইয়া, জুলহাসনাইন বাবু, পপি রানী সরকারসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা।


বিজ্ঞাপন


এমই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর