ফেনী জেলা কৃষক দলের নতুন কমিটি ঘোষণা

জাতীয়তাবাদী কৃষক দলের ফেনী জেলা শাখার মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন ছয় সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৮ মার্চ) কৃষক দলের দফতর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী কৃষক দল-কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ফেনী জেলা শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি আংশিক গঠন করা হয়েছে।
সভাপতি জসিম উদ্দিন (চেয়ারম্যান), সিনিয়র সহসভাপতি মনির আহমদ বাচ্চু, সহসভাপতি মো. আবুল হোসেন (আবু), সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুদ্দিন খোকন (চেয়ারম্যান), যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. রবিউল হক ফরহাদ ও সাংগঠনিক সম্পাদক ফারুক উল্যা মজুমদার মুরাদ।
জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এমই/এএস