সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুস্থ থেকে আমাদের বিরোধিতা করুন: বিএনপিকে তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩, ০৪:০২ পিএম

শেয়ার করুন:

সুস্থ থেকে আমাদের বিরোধিতা করুন: বিএনপিকে তথ্যমন্ত্রী

বিএনপিকে করোনার চতুর্থ ডোজ টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) নারী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি।


বিজ্ঞাপন


আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওই সভার আয়োজন করে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ।

তথ্যমন্ত্রী বলেন, ‘যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ে দুটি ব্যাংক বন্ধ হয়ে গেছে। যেখানে ইউরোপের দেশগুলোতে ফ্রি টিকা দেওয়া হয়নি, সেখানে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা সবাইকে ফ্রি টাকা দিয়েছেন। প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ, তৃতীয় ডোজ। এখন চতুর্থ ডোজ দেওয়ার জন্য ডাকাডাকি হচ্ছে। তারপরও মানুষ দিতে চাচ্ছে না।’

টিকা নিয়ে বিএনপির সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এই টিকা নিয়ে না কত কাহিনী করল! মির্জা ফখরুল সাহেব, রিজভী সাহেব, ডক্টর জাফরুল্লাহ সাহেব। গুজব রটাল। মানুষকে বলল- এই টিকা না নেওয়ার জন্য। পরে ওনারা মাথার মধ্যে ঘোমটা পরে টিকা নিতে গিয়েছে। আমি ফেসবুকে দেখেছি। রিজভী সাহেব নাকি চাদর দিয়ে মাথা ঢেকে টিকা নিতে গিয়েছে। জাফরউল্লাহ সাহেব লজ্জা ভেঙে নিজে গিয়েছেন। আগে সমালোচনা করেছেন, টিকা নিয়ে বললেন যে- আমার খুব আরাম লাগছে।’


বিজ্ঞাপন


তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের অগ্রগতি ওদের পছন্দ নয়। করোনা মহামারির মধ্যে আমাদের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়েছে। এটা আমাদের কথা নয়, এটি বিবিএসের কথা নয়, এটি হচ্ছে আইএমএফের রিপোর্ট যে, করোনা মহামারির মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়েছে।’

নারীর ক্ষমতায়নের প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতায়ন নয়, সামাজিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা করেছেন। সেটি আজকে সারা পৃথিবীর সামনেও ধারক হিসেবে উপস্থাপিত হয়। আজকে সন্তানের পরিচয় ক্ষেত্রে বাবার পাশাপাশি মায়ের নাম লেখা বাধ্যতামূলক।’

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বর্তমান সরকারের শাসনামলে নারীর যত উন্নয়ন হয়েছে, তা কেউ আগে কল্পনাও করেনি। নানা পরিসংখ্যান বলছে- পৃথিবীতে যত কাজ হয়, তার ৭০ ভাগ করে নারী।

ড. হাছান মাহমুদ বলেন, ‘নারীর ক্ষমতায়ন, রাজনৈতিক ক্ষমতায়ন এবং সামাজিক ক্ষমতায়নের প্রয়োজন সেটি সঠিকভাবে উপলব্ধি করে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন আজকে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে একটি সামাজিক কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করেছেন।’

এ সময় বর্তমানে দেশে ২২ প্রকারের নানা ধরনের ভাতা চালু করা হয়েছে, যা শেখ হাসিনা সরকারের হাত ধরেই হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী।

কারই/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর