শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির একগুচ্ছ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩, ০২:২৪ পিএম

শেয়ার করুন:

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির একগুচ্ছ কর্মসূচি

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বিজ্ঞাপন


কর্মসূচিগুলো হচ্ছে- ২৬ মার্চ ভোর ৬টায় বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয় এবং দেশব্যাপী সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৭টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে দলের শীর্ষ নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতারা জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা করে পুষ্পস্তবক অর্পণ করবেন।

ঢাকায় ফিরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর পুষ্পস্তবক অর্পণ এবং ফাতিহা পাঠ করবেন।

২৫ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বেলা ১১টায় মহানগর নাট্যমঞ্চ অথবা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

২৬ মার্চ ওলামা দলের উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত পুষ্পস্তবক অর্পণ করা হবে।


বিজ্ঞাপন


২৭ মার্চ বেলা ১১টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে মুক্তিযোদ্ধা গণসমাবেশ অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে সারাদেশে জেলা, মহানগরীতে পোস্টার বিতরণ করা হবে।

এছাড়া দেশের মহানগর, জেলা, উপজেলা পৌর শহরসহ সকল ইউনিটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিএনপি'র সহযোগী অঙ্গ সংগঠন নিজস্ব কর্মসূচি প্রণয়ন করবে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি পালন করা হবে বলে জানান বিএনপির মহাসচিব।

এমই/এমআর 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর